Ajker Patrika

ছয় দিন পর শিক্ষার্থীদের টিকাদান আবার শুরু

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১২: ৫৫
ছয় দিন পর শিক্ষার্থীদের  টিকাদান আবার শুরু

টাঙ্গাইল সদর উপজেলায় ছয় দিন পর গত রোববার থেকে করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১২টি উপজেলায় শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। কিন্তু শিক্ষা কর্মকর্তার গাফিলতির কারণে সদর উপজেলায় গত মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়া বন্ধ ছিল। এতে অনেক শিক্ষার্থী টিকা নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করে ফিরে যায়। তবে অন্য উপজেলাগুলোতে টিকাদান অব্যাহত ছিল।

পরে জেলা শিক্ষা কর্মকর্তা নতুন তালিকা তৈরি করে স্বাস্থ্য বিভাগে পাঠান। তালিকার পরিপ্রেক্ষিতে ছয় দিন পর রোববার থেকে আবারও সদর উপজেলার শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। গতকাল সোমবার সদরের ২টি কেন্দ্রে ১ হাজার ৩২৪ জনসহ জেলার ১২টি উপজেলায় ১৭ হাজার ২০২ জন শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

এ নিয়ে জেলায় গতকাল পর্যন্ত ২ লাখ ৯২ হাজার শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৪ হাজার ৩৭৮ জন শিক্ষার্থীকে।

এ বিষয়ে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন বলেন, বর্তমানে টিকার কোনো স্বল্পতা নেই। প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে যোগাযোগ করে সব শিক্ষার্থীকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত