Ajker Patrika

৮৫ পাসপোর্ট, চেকসহ এক ব্যক্তি আটক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ০৪
৮৫ পাসপোর্ট, চেকসহ এক ব্যক্তি আটক

কক্সবাজারের ঈদগাঁও থেকে ৮৫টি বাংলাদেশি পাসপোর্টসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাঁর কাছে থেকে ব্যাংকের ৩টি চেক, ৯টি সিলমোহর, দুটি স্ট্যাম্প প্যাড ও ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

উপজেলার বাঁশঘাটা এলাকা থেকে আবদুল জলিল (৩৫) নামের এই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ইছাখালীর বাসিন্দা। গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন।

সহকারী পরিচালক (মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়, কতিপয় ব্যক্তি ঈদগাঁও উপজেলার বাঁশঘাটা সড়কে একটি অফিসকক্ষে বিভিন্ন অবৈধ পাসপোর্ট, নকল সীলমোহর ব্যবহারসই নানা অনৈতিক কাজ করে আসছেন। এর ভিত্তিতে গত রোববার রাতে অভিযান চালিয়ে আবদুল জলিলকে আটক করা হয়। এ সময় তাঁর তিন সহযোগী পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি করে ৮৫টি ভিন্ন নামের বাংলাদেশি পাসপোর্টসহ প্রতারণার বিভিন্ন আলামত জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল জলিল দীর্ঘদিন ধরে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে নানা অনৈতিক কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত