Ajker Patrika

কর্মকর্তাদের সাক্ষাৎকার নিল ইসির তদন্ত দল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ১৭
কর্মকর্তাদের সাক্ষাৎকার নিল ইসির তদন্ত দল

নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগের তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত দল।

গতকাল বুধবার সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত দল কেন্দ্র (দেবীপুর, ভগবানপুর) দুটিতে ভোট গ্রহণকারী কর্মকর্তা, প্রার্থী ও প্রার্থীদের পোলিং এজেন্টদের সাক্ষাৎকার নেন। উপজেলা পরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎকার নেওয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে খেলনা ইউপির ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণকারী কর্মকর্তা, দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্য, অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী, প্রার্থীদের পোলিং এজেন্টসহ নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের লিখিত ও মৌখিক বক্তব্য নেন তদন্তকারী কর্মকর্তারা।

প্রথম দিনের তদন্ত শেষে রাজশাহীর প্রধান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ধামইরহাটের খেলনা ইউপির দুটি কেন্দ্রে ভোটে অনিয়মের বিষয়ে তদন্ত চলছে। আজকে সংশ্লিষ্ট সব পক্ষের লিখিত ও মৌখিক বক্তব্য নেওয়া হয়েছে। খুব শিগগির তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

উল্লেখ্য, ভোটের পর ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসেন ভগবানপুর ও দেবীপুর কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, মৃত ও বিদেশে অবস্থান করা ব্যক্তিদের ভোটও পড়েছে। দুটি কেন্দ্রের মধ্যে ভগবানপুর কেন্দ্রে ভোট পড়েছে ৯৯ দশমিক ১৬ শতাংশ। বাতিল ভোট দেখানো হয়েছে মাত্র ১৭৫টি। যেখানে তালিকায় থাকা মৃত ভোটারের সংখ্যা ২৬ জন এবং বিদেশে অবস্থান করা ভোটার রয়েছেন ৮ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত