Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার পুড়িয়ে ফেলার অভিযোগ

চারঘাট প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ০৫
স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার পুড়িয়ে ফেলার অভিযোগ

চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস পলাশ, মিজানুর রহমান মিজান ও মহিদুল ইসলামের টাঙানো পোস্টার ছিঁড়ে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

গত শনি ও রোববার দিবাগত রাতে নিমপাড়া ইউনিয়নের কালুহাটি এলাকায় ওই তিন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পোস্টার ও ফেস্টুন নামিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বলে অভিযোগে সূত্রে জানা গেছে।

স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বলেন, দিনের বেলায় পোস্টার ও ফেস্টুন টাঙিয়ে যাচ্ছেন তাঁরা। আর আঁধারে তাঁদের সব পোস্টার ছিঁড়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। শুধু নৌকা মার্কার পোস্টার থাকছে। এ অবস্থায় নির্বাচনী প্রচার চালানো কঠিন হয়ে পড়েছে।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস পলাশ বলেন, একটা গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে একটি গ্রুপ ততই বেপরোয়া হয়ে উঠছে। এতে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।

স্বতন্ত্র প্রার্থী মহিদুল ইসলাম মধু বলেন, ‘কয়েক জায়গায় আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। নৌকা প্রার্থীর লোকজন এ কাজ করেছেন। তবে এতে ভোটারদের কাছে তাঁরাই আরও খারাপ হচ্ছেন। এভাবে কারও পোস্টার ছিঁড়ে কেউ ভোটে জয়লাভ করতে পারবেন না।’

তবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর কোনো কর্মী বা সমর্থক এসব কাজে জড়িত নয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, পোস্টার ছিঁড়ে ফেলা কিংবা প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পেলে তা তদন্ত করে দেখা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণ করতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চারঘাট উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে আগামী ২৬ ডিসেম্বর ভোট হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত