Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।

  • পুনর্মিলনে (বাংলা সিনেমা)
অভিনয়: সিয়াম, ফারিণ, শাশ্বত, মিঠু, জাবীন, দীপ্ত, গোলাম ফরিদা ছন্দা
দেখা যাবে: চরকি
গল্পসংক্ষেপ: কাজিনদের সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এক কাজিনের বিয়ে উপলক্ষে একত্র হয় সবাই। বিয়ের অনুষ্ঠানে গিয়ে সিয়াম আবিষ্কার করে, কাজিনের হবু স্ত্রী তার সাবেক প্রেমিকা। মনে কষ্ট চেপে বিয়ের অনুষ্ঠান উপভোগ করে সিয়াম। কয়েক বছর পর দাদি অসুস্থ হয়ে পড়লে আবারও কাজিনদের একত্র করার মিশনে নামে সিয়াম।
  • জানে জান (হিন্দি সিনেমা)
অভিনয়: কারিনা কাপুর, বিজয় ভার্মা, জয়দীপ আহালওয়াত
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: পাহাড়ের ওপর একা একটি বাড়িতে থাকে মায়া নামের একজন সিঙ্গেল মাদার। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে মায়া। একদিন তার সাবেক স্বামী নিখোঁজ হয়ে গেলে অনুসন্ধানে নামে পুলিশ। তারা সন্দেহ করে মায়াকে।
  • কাসান্দ্রো (ইংলিশ সিনেমা)
অভিনয়: গেয়েল গার্সিয়া বার্নাল, রবার্টা কলিন্দ্রেজ, হোয়াকিন কোসিও
দেখা যাবে: আমাজন প্রাইম ভিডিও
গল্পসংক্ষেপ: আশির দশকের গোড়ার দিকে, কুস্তিগীর সাউল টেক্সাস থেকে মেক্সিকো যান কুস্তির প্রতিযোগিতায় অংশ নিতে। সাবরিনা নামের এক প্রশিক্ষকের সঙ্গে সাউলের দেখা হয়। সাবরিনা তাকে পরামর্শ দেয়, বহিরাগত হিসেবে খেলায় অংশ নেওয়ার জন্য। তার পরামর্শে কাসান্দ্রা নাম নিয়ে নতুনভাবে লড়াই শুরু করে সাউল।
  • সেক্স এডুকেশন সিজন ৪ (ইংলিশ সিরিজ)
অভিনয়: এইসা বাটারফিল্ড, কনর সুইন্ডেলস, স্যুটি গাটওয়া, জিলিয়ান অ্যান্ডারসন
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: বয়ঃসন্ধিকালে পৌঁছানো হাইস্কুলের কয়েকজন ছেলেমেয়ের যৌন চাহিদা, সমস্যা এবং তাদের ব্যক্তিজীবনের গল্প বলা হয়েছে এ সিরিজে। অভিভাবক-সন্তান, বন্ধুত্ব, প্রেম, শিক্ষক-পড়ুয়া এবং সর্বোপরি একজন কিশোর বা কিশোরীর নিজের সঙ্গে নিজের বোঝাপড়া—সবকিছুকেই ফুটিয়ে তোলা হয়েছে। ২০১৯ সালের জানুয়ারিতে এসেছিল প্রথম সিজন। চতুর্থ সিজন প্রকাশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে এ সিরিজের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত