Ajker Patrika

মামলা না হলেও গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৩: ০৩
মামলা না হলেও গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ

বগুড়ার শেরপুরে পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষক মহসিন আলী। প্রতারক চক্রের সক্রিয় এক নারী সদস্যের মিথ্যা অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছে বলে তাঁর অভিযোগ।

গত রোববার সন্ধ্যায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ড শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় শিক্ষক মহসীন আলী বলেন, বগুড়া জেলার ধুনট উপজেলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং স্বামী পরিত্যক্তা এক নারীকে যৌন হয়রানির অভিযোগে উপজেলার বড়চাপড়া মধ্যপাড়া গ্রামের আতিকুর রহমানের বিরুদ্ধে ২১ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে তিনিসহ (মহসিন আলী) অভিযুক্ত চারজনের কারও বিরুদ্ধে জড়িত থাকার সত্যতা পায়নি পুলিশ। তাই অভিযোগটি অদ্যাবধি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। অথচ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর থেকে বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন তাঁকেসহ (মহসীন আলী) অন্যান্য অভিযুক্তকে নানাভাবে হয়রানি করছেন। সেই সঙ্গে সবাইকে গ্রেপ্তার করার হুমকি-ধমকি দেওয়া অব্যাহত রেখেছেন। এমনকি প্রতিপক্ষ প্রতারক চক্রের সঙ্গে যোগসাজশ করে এই পুলিশ কর্মকর্তা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের আপস-মীমাংসার দুই লাখ টাকা পরিশোধে টালবাহানা করছেন অভিযুক্তরা। তাই তাঁদের গ্রেপ্তার করার জন্য সংশ্লিষ্ট শেরপুর থানা-পুলিশকে বলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত