Ajker Patrika

জীর্ণ ভবনে ইউপি কার্যক্রম

এম শহিদুল ইসলাম, বাসাইল
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮: ১৫
জীর্ণ ভবনে ইউপি কার্যক্রম

বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবনটি জরাজীর্ণ হয়েছে পড়েছে। অপরদিকে ভবনটিতে কক্ষসংকট থাকায় ইউনিয়নবাসী নানা ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জায়গার সংকটের কারণে নতুন ইউপি ভবন নির্মাণও আটকে আছে।

উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে অন্যতম এই ইউপি। প্রায় ২১ বর্গকিলোমিটারের এ ইউনিয়নে লোকসংখ্যা প্রায় সাড়ে ২১ হাজার। উপজেলার পাঁচটি ইউপি কমপ্লেক্স নির্মিত হলেও দীর্ঘদিন ধরে জায়গা জটিলতার কারণে এখানে ইউপি ভবন নির্মিত হয়নি।

সরেজমিনে দেখা যায়, এই ইউপির টিনশেড ভবনটি ১৯৬২ সালে নির্মাণ করা হয়। যাতে রয়েছে পরিষদের মূল কক্ষ, উদ্যোক্তার ছোট কক্ষ ও ইউপি সচিবের জন্য ছোট একটি কক্ষ। তবে বিচারকাজ পরিচালনা ও ইউপি সদস্যদের বসার কোনো কক্ষ নেই। ফলে চেয়ারম্যান ও সদস্যরা এক কক্ষে গাদাগাদি করে কার্যক্রম পরিচালনা করেন।

ইউপি সূত্রে জানা গেছে, এই ইউপি কার্যালয়টি ২৫ শতাংশ ভূমির ওপর অবস্থিত। মূল দলিলে পরিষদের নামে ৩২ শতাংশ ভূমি আছে। তবে পরিষদের নামে রেকর্ড হয়েছে ২২ শতাংশ জমি। পাশের জহুরুল হক গং ইউপির অবশিষ্ট ভূমি জবর দখল করে রাখায় তা সর্বশেষ জরিপে রেকর্ডে আসেনি।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি বলেন, ২৫ শতাংশ জায়গা থাকলেও এখানে নতুন কমপ্লেক্স না হওয়ায় ইউনিয়নবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা কমপ্লেক্স নির্মাণের দাবিতে একাধিকবার শোভাযাত্রা, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি, দ্রুত কমপ্লেক্স নির্মাণ করার।

ইউনিয়ন পরিষদের জায়গা দখল প্রসঙ্গে জহুরুল হক গংয়ের জাহাঙ্গীর হোসেন চান বর্তমানে ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত জায়গাটি তাঁদের দাবি করে বলেন, জায়গা-সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন। তা সেখানেই মীমাংসা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, ‘ভবন না থাকায় পরিষদ কার্যক্রমে নানা অসুবিধা হচ্ছে। ওই ইউপির লোকজন ডিজিটাল সুবিধাসহ অন্যান্য স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সবাইকে নিয়ে বসে জায়গা-সংক্রান্ত জটিলতা নিরসন করে খুব দ্রুত কমপ্লেক্স ভবন নির্মাণ সম্ভব হবে বলে আশা করি।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, জায়গা জটিলতার কারণে ওই ইউপি কমপ্লেক্সের কাজটি আটকে আছে। দফায় দফায় সব পক্ষের সঙ্গে কথা হচ্ছে। নির্বাচনের পরেই জায়গা জটিলতা নিরসন করে ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত