Ajker Patrika

১১০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১২: ৫৫
১১০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের অর্থায়নে শিক্ষার্থীর মধ্যে ড্রেস বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহসভাপতি মনির হোসেন সভাপতিত্ব করেন। সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক মোতালেব হোসেন, সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সমাজসেবক মো. শাহজালাল, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম আক্তার, ডাক্তার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, চান্দ্রাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আমিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুর রহমান, নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম, গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনূর বেগম সাবেক শিক্ষক মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ একটি মহৎ উদ্যোগ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান শিক্ষার মান বৃদ্ধির জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের স্কুলড্রেস দিয়েছেন। এটি শিক্ষাবিস্তারে ভূমিকা পালন করবে।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা আরও বলেন, এই বিদ্যালয়ের জন্য সব ধরনের সহযোগিতা করব। তোমরা কথা দাও, ভালোভাবে পড়ালেখা করবে। তোমাদের সুশিক্ষা নিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে হবে। ভালো মানুষ হতে হবে। দেশপ্রেম থাকতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত