বিনোদন প্রতিবেদক, ঢাকা
আবারও টালিউড থেকে ডাক এল মোশাররফ করিমের। ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয় করেছিলেন দুই বছর আগে। ওই সিনেমার সূত্রে পশ্চিম বাংলার দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন মোশাররফ। যোগাযোগ বেড়েছে টালিউডের অভিনয়শিল্পী, নির্মাতাদের সঙ্গেও। তাই দুই বছর পর যে সিনেমার প্রস্তাব এল মোশাররফের কাছে, সেটিতে তিনি থাকছেন কেন্দ্রীয় চরিত্রে। তাঁকে কেন্দ্র করেই কলকাতায় তৈরি হচ্ছে সিনেমা ‘গুকাকু, দ্য পটি আঙ্কেল’।
এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন দুই বাংলার অন্যতম সেরা দুই অভিনেতা মোশাররফ করিম ও ঋত্বিক চক্রবর্তী। তালিকার বাকি নামগুলোও বেশ। রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ, জয় দেবরায়, মিশকা হালিম আর পায়েল মুখোপাধ্যায়।
সিনেমাটি মূলত সোশ্যাল স্যাটায়ার, মানে সমাজের বিভিন্ন অসংগতি হাসি-ঠাট্টার মোড়কে তুলে ধরা হবে। গল্পে মজা আছে। তবে পেটে সুড়সুড়ি দিয়ে হাসানোর অপচেষ্টা নেই। হাসির আড়ালে লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ কিছু ভাবনা।
‘গুকাকু’ সিনেমার নির্মাতা মনীষ বসু বলেন, ‘প্রেক্ষাপট নব্বইয়ের দশকের একটি মফস্বল এলাকা। একজন প্রান্তিক মানুষ, তার অনুপস্থিতি কীভাবে সমগ্র সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে, সেটা উঠে আসবে গল্পে। সে যেন হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে ফিরে আসে। তার ফেরার পর বোঝা যায় সমাজের ধনী-দরিদ্র শ্রেণিভেদ নির্বিশেষে সবার কাছে সে কতটা প্রয়োজনীয়। এই গুকাকুর আসা এবং না আসায় যে সংকট তৈরি হয়, সেটা নিয়েই সিনেমাটি।’
গুকাকু, অর্থাৎ মেথর চরিত্রের অভিনেতা মোশাররফ করিম জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে ২৪ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হবে শুটিং।
মোশাররফ করিম এখন আছেন নওগাঁয়, সেখানে চলছে ‘বিলডাকিনি’ সিনেমার শুটিং। বিপরীতে পার্নো মিত্র। এ কাজ শেষ করেই ‘গুকাকু, দ্য পটি আঙ্কেল’ সিনেমার জন্য প্রস্তুতি শুরু করবেন তিনি।
আবারও টালিউড থেকে ডাক এল মোশাররফ করিমের। ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয় করেছিলেন দুই বছর আগে। ওই সিনেমার সূত্রে পশ্চিম বাংলার দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন মোশাররফ। যোগাযোগ বেড়েছে টালিউডের অভিনয়শিল্পী, নির্মাতাদের সঙ্গেও। তাই দুই বছর পর যে সিনেমার প্রস্তাব এল মোশাররফের কাছে, সেটিতে তিনি থাকছেন কেন্দ্রীয় চরিত্রে। তাঁকে কেন্দ্র করেই কলকাতায় তৈরি হচ্ছে সিনেমা ‘গুকাকু, দ্য পটি আঙ্কেল’।
এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন দুই বাংলার অন্যতম সেরা দুই অভিনেতা মোশাররফ করিম ও ঋত্বিক চক্রবর্তী। তালিকার বাকি নামগুলোও বেশ। রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ, জয় দেবরায়, মিশকা হালিম আর পায়েল মুখোপাধ্যায়।
সিনেমাটি মূলত সোশ্যাল স্যাটায়ার, মানে সমাজের বিভিন্ন অসংগতি হাসি-ঠাট্টার মোড়কে তুলে ধরা হবে। গল্পে মজা আছে। তবে পেটে সুড়সুড়ি দিয়ে হাসানোর অপচেষ্টা নেই। হাসির আড়ালে লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ কিছু ভাবনা।
‘গুকাকু’ সিনেমার নির্মাতা মনীষ বসু বলেন, ‘প্রেক্ষাপট নব্বইয়ের দশকের একটি মফস্বল এলাকা। একজন প্রান্তিক মানুষ, তার অনুপস্থিতি কীভাবে সমগ্র সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে, সেটা উঠে আসবে গল্পে। সে যেন হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে ফিরে আসে। তার ফেরার পর বোঝা যায় সমাজের ধনী-দরিদ্র শ্রেণিভেদ নির্বিশেষে সবার কাছে সে কতটা প্রয়োজনীয়। এই গুকাকুর আসা এবং না আসায় যে সংকট তৈরি হয়, সেটা নিয়েই সিনেমাটি।’
গুকাকু, অর্থাৎ মেথর চরিত্রের অভিনেতা মোশাররফ করিম জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে ২৪ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হবে শুটিং।
মোশাররফ করিম এখন আছেন নওগাঁয়, সেখানে চলছে ‘বিলডাকিনি’ সিনেমার শুটিং। বিপরীতে পার্নো মিত্র। এ কাজ শেষ করেই ‘গুকাকু, দ্য পটি আঙ্কেল’ সিনেমার জন্য প্রস্তুতি শুরু করবেন তিনি।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৪৩ মিনিট আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪