Ajker Patrika

পোলট্রির খামার পুড়ে ছাই

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৪: ২১
পোলট্রির খামার পুড়ে ছাই

নড়াইলের লোহাগড়া উপজেলার ১১ নম্বর ইতনা ইউনিয়নের ইতনা পশ্চিম পাড়ার মোর্শেদ আলীর পোলট্রির খামারে আগুন লেগে দেড় হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

খামারের মালিক মোর্শেদ আলী বলেন, ‘গত শনিবার রাত ৩টার দিকে খামারের ভেতর মুরগির হইচই শুনে ঘুম ভেঙে যায়। দ্রুত বেরিয়ে এসে দেখি খামার আগুন জ্বলছে। তখন দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেই। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে খামারে থাকা দেড় হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

মোর্শেদ আলী আরও বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আমি এ ব্যবসা শুরু করেছিলাম। আগুনে পুড়ে যাওয়ায় এখন আমার কাছে কিছুই রইল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত