Ajker Patrika

সন্ধান মিলল ৩ জেলের

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ২০
সন্ধান মিলল ৩ জেলের

চরফ্যাশনের ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগরে ২১ জেলে নিয়ে ট্রলার ডুবির ৬ দিন পর ৩ জেলের সন্ধান মিলেছে। নিখোঁজ শাহিনের বরাত দিয়ে তাঁর বাবা সেকান্দার ওরফে সিডু মাঝি গতকাল শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেকান্দার ব্যাপারীর ছেলে মো. শাহিন, আবদুল্লাহপুর ইউনিয়নের খালেক, চরমানিকা ৭ নম্বর ওয়ার্ডের মৃত হানিফ মুন্সীর ছেলে হারুন।

সেকান্দার ওরফে সিডু মাঝি বলেন, ‘শনিবার দুপুর ১২টার সময় ০১৭৬৮০৯৯৭৩৫ নম্বর থেকে শাহিন ফোন করেছে। ফোনে সে জানান, তারা তিনজন কক্সবাজারের একটি মাছ ধরার ট্রলারে রয়েছে।’

বাঁশখালী চট্টগ্রামের ট্রলার এমভি সাকিবের মাঝি গিয়াসউদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পরের দিন বিকেল ৪টার সময় ৩ জেলেকে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করেছি। মাছ ধরা শেষে ট্রলারটি ফিরে এলে, তাঁরা এলাকায় আসবেন।’

তবে এখনো নিখোঁজ রয়েছেন বাচ্ছু মাঝি, আলামিন মাঝি, ফারুক হাওলাদার, জাবেদ, খালেক, ইউছুফ মৌলভী, জসিম জমাদার, রফিক, মাসুদ, বাচ্চু, নুরুল ইসলাম, নুরে আলম, আবুল বাসার, সুমন, দিন ইসলাম, নাগর মাঝি, মো. আলী, মিজান। এসব নিখোঁজ জেলের সন্ধান না পেয়ে তাদের পরিবারে বইছে শোকের মাতম।

কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন, ‘কোনো জেলে উদ্ধারের বিষয়টি আমাদের নিশ্চিত করেননি। যেহেতু জেলেরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, এ জন্য অবশ্যই ফিরে আসার জন্য আমরাও সহযোগিতা করব।’

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, ‘জেলে উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত