Ajker Patrika

অনাবাদি জমি ও বাড়ির আঙিনায় পুষ্টিবাগান

রোবেল মাহমুদ, গফরগাঁও (ময়মনসিংহ) 
অনাবাদি জমি ও বাড়ির আঙিনায় পুষ্টিবাগান

ময়মনসিংহের গফরগাঁওয়ে অনাবাদি জমি ও বাড়ির আঙিনায় ‘পারিবারিক পুষ্টি বাগান’ তৈরি করে লাভবান হচ্ছেন কৃষকেরা। উপজেলার ১৫টি ইউনিয়নে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক বিষমুক্ত সবজি পুষ্টি বাগান। পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বিনা মূল্যে সবজি বীজ দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।

 কৃষি উপকরণ পেয়ে কৃষকেরা বসতবাড়ির আঙিনা ও পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করেন। বাড়ির উঠানে চাষকৃত সবজি যেমন পরিবারের চাহিদা পূরণ করছে, তেমনি সবজি বিক্রি করে কিছু টাকাও পাচ্ছেন দরিদ্র পরিবারের লোকজন। উপজেলা কৃষি অফিস বলছে, পতিত জমি ফেলে না রেখে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষকদের বিনা মূল্যে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ ও ফলের গাছ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলায় পাঁচ শতাধিক পুষ্টি বাগান তৈরি করা হয়েছে। এ ছাড়াও উপজেলার ১৫টি ইউনিয়নে অনাবাদি জমি ও বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরির কাজ চলছে। উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের কন্যামণ্ডল আশ্রয়ণ প্রকল্পে ৭২টি পরিবার বসবাস করছেন। আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘরের আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরি করা হয়েছে। আরও ১০টি পরিবারের আঙিনায় পুষ্টি বাগান তৈরির প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের আঙিনায় তৈরি করা হবে এ পুষ্টি বাগান।

প্রত্যেক পরিবারকে বিনা মূল্যে বিভিন্ন প্রকারের সবজির বীজ, সার, ফলের চারা, বীজ সংরক্ষণের পাত্র, বাগানে পানি দেওয়ার ঝাঝরিসহ অন্য সব উপকরণ বিনা মূল্যে দেওয়া হয়েছে। গ্রীষ্ম ও শীত মৌসুমের শুরুতে মুলা, লালশাক, পাটশাক, পুঁইশাক, লাউ, পালংশাক, শিম, ডাঁটা, ঢ্যাঁড়স, করলা, লালশাক, চিচিংঙ্গা, টমেটো, বেগুন ও কলমিশাকসহ নানা প্রজাতির সবজি চাষ করছেন।

উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের কন্যামণ্ডল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মফিজ উদ্দিন বলেন, ‘বাড়ির উঠানে ফাঁকা জায়গায় সবজি বাগান তৈরি করেছি। পুষ্টি বাগান থেকে নিজের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে আশপাশের মানুষকে শাকসবজি দিতে পারছি। এ ছাড়াও বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারছি।’

এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হুরেনা খাতুন বলেন, ‘কৃষি অফিসের সহযোগিতায় উঠানের পতিত জায়গায় সবজির বাগান করি।’ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ বলেন, ‘পতিত জমি ফেলে না রেখে পারিবারিক পুষ্টি বাগান তৈরিতে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। পারিবারিক পুষ্টি বাগান তৈরি প্রকল্পের আওতায় আমরা কৃষকদের বিনা মূল্যে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ ও ফলের গাছ বিতরণ করেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত