মির্জাপুর প্রতিনিধি
তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমার ছেলে কোথায় হারিয়ে গেল। সাড়ে চার মাস ধরে কলেজপড়ুয়া একমাত্র ছেলে মো. রনিকে ফিরে পেতে কান্নাজড়িত কণ্ঠে এভাবেই আকুতি করছেন মির্জাপুরের ডৌহাতলী বড়চালা গ্রামের বাসিন্দা রেহেনা বেগম।
গত সোমবার সকালে মির্জাপুর প্রেসক্লাবে এসেও ছেলের সন্ধান করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন রনির খালা। রনি (২২) উপজেলার তরফপুর ইউনিয়নের ডৌহাতলী বড়চালা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। গত ১৫ জুলাই বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে নিখোঁজ রয়েছে। ১৭ জুলাই রেহেনা বেগম মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন। রনির উপজেলার বাঁশতৈল খলিলুর রহমান কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।
রনির মা রেহেনা বেগম জানান, ৫ বছর বয়সে রনির বাবা মারা যায়। ছেলের লেখাপড়ার খরচ জোগাতে মা গোড়াই মাসাফি ফ্যাক্টরিতে চাকরি করেন। পরে এক বছর ধরে অটোব্রিকসে কাজও করছেন। সে লেখাপড়ার পাশাপাশি মায়ের সঙ্গে অটোব্রিকসেও কাজ করত। গত ১৫ জুলাই রনি তার বন্ধুদের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। ওই দিন রাত ২টার দিকে রনির মোবাইলে ফোন দিলে সাব্বির নামের এক বন্ধু রিসিভ করে। কয়েকবার ওই নম্বরে ফোন দিয়ে রনিকে চাইলেও অপর প্রান্ত থেকে বলে, কাক্কি, আমি রনি না সাব্বির। পরের দিন সকালে সাব্বিরের বাড়িতে গিয়ে রনি কোথায় জানতে চাইলে সাব্বির বলে, আমি জানি না। তখন গ্রামের লোকজনের উপস্থিতিতে রনির নম্বরে ফোন দিলে সাব্বিরের মোবাইলে ফোন বেজে ওঠে। এরপর সবাই ধারণা করেন, দুর্বৃত্তরা রনিকে গুম করে তার ফোন নম্বর সাব্বিরের ফোনে ডাইভার্ট করা হয়েছে। তখন থেকেই রনি নিখোঁজ। জিডি গত ৭ আগস্ট মামলায় পরিণত হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রনির তিন বন্ধু বাঁশতৈল গ্রামের জামান (১৯), ডৌহাতলী বড়চালা গ্রামের সাব্বির (১৯) ও একই গ্রামের শাকিল মিয়াকে (১৯) আটক করে জেলহাজতে পাঠায়। পরে তাদের তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আবার তাদের জেলহাজতে পাঠানো হয়। তবে পুলিশ তাদের কাছ থেকে কোনো তথ্য পায়নি। তিনজনই বর্তমানে জামিনে রয়েছে। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে বলে জানা গেছে।
রেহেনা বেগম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ, আমার ছেলেকে ফিরিয়ে দেন। আমার রনি মানুষের বিপদে সবসময় পাশে থেকেছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইন্সপেক্টর মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, ‘জিজ্ঞাসাবাদে পুলিশ যে তথ্য পেয়েছিল, তা যাচাই-বাছাই চলছে। রনিকে দুর্বৃত্তরা হত্যা করেছে না আটকে রেখেছে, তা দ্রুতই উদ্ঘাটন করা হবে।’
তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমার ছেলে কোথায় হারিয়ে গেল। সাড়ে চার মাস ধরে কলেজপড়ুয়া একমাত্র ছেলে মো. রনিকে ফিরে পেতে কান্নাজড়িত কণ্ঠে এভাবেই আকুতি করছেন মির্জাপুরের ডৌহাতলী বড়চালা গ্রামের বাসিন্দা রেহেনা বেগম।
গত সোমবার সকালে মির্জাপুর প্রেসক্লাবে এসেও ছেলের সন্ধান করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন রনির খালা। রনি (২২) উপজেলার তরফপুর ইউনিয়নের ডৌহাতলী বড়চালা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। গত ১৫ জুলাই বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে নিখোঁজ রয়েছে। ১৭ জুলাই রেহেনা বেগম মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন। রনির উপজেলার বাঁশতৈল খলিলুর রহমান কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।
রনির মা রেহেনা বেগম জানান, ৫ বছর বয়সে রনির বাবা মারা যায়। ছেলের লেখাপড়ার খরচ জোগাতে মা গোড়াই মাসাফি ফ্যাক্টরিতে চাকরি করেন। পরে এক বছর ধরে অটোব্রিকসে কাজও করছেন। সে লেখাপড়ার পাশাপাশি মায়ের সঙ্গে অটোব্রিকসেও কাজ করত। গত ১৫ জুলাই রনি তার বন্ধুদের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। ওই দিন রাত ২টার দিকে রনির মোবাইলে ফোন দিলে সাব্বির নামের এক বন্ধু রিসিভ করে। কয়েকবার ওই নম্বরে ফোন দিয়ে রনিকে চাইলেও অপর প্রান্ত থেকে বলে, কাক্কি, আমি রনি না সাব্বির। পরের দিন সকালে সাব্বিরের বাড়িতে গিয়ে রনি কোথায় জানতে চাইলে সাব্বির বলে, আমি জানি না। তখন গ্রামের লোকজনের উপস্থিতিতে রনির নম্বরে ফোন দিলে সাব্বিরের মোবাইলে ফোন বেজে ওঠে। এরপর সবাই ধারণা করেন, দুর্বৃত্তরা রনিকে গুম করে তার ফোন নম্বর সাব্বিরের ফোনে ডাইভার্ট করা হয়েছে। তখন থেকেই রনি নিখোঁজ। জিডি গত ৭ আগস্ট মামলায় পরিণত হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রনির তিন বন্ধু বাঁশতৈল গ্রামের জামান (১৯), ডৌহাতলী বড়চালা গ্রামের সাব্বির (১৯) ও একই গ্রামের শাকিল মিয়াকে (১৯) আটক করে জেলহাজতে পাঠায়। পরে তাদের তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আবার তাদের জেলহাজতে পাঠানো হয়। তবে পুলিশ তাদের কাছ থেকে কোনো তথ্য পায়নি। তিনজনই বর্তমানে জামিনে রয়েছে। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে বলে জানা গেছে।
রেহেনা বেগম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ, আমার ছেলেকে ফিরিয়ে দেন। আমার রনি মানুষের বিপদে সবসময় পাশে থেকেছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইন্সপেক্টর মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, ‘জিজ্ঞাসাবাদে পুলিশ যে তথ্য পেয়েছিল, তা যাচাই-বাছাই চলছে। রনিকে দুর্বৃত্তরা হত্যা করেছে না আটকে রেখেছে, তা দ্রুতই উদ্ঘাটন করা হবে।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
১১ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪