Ajker Patrika

নির্বাচনের প্রচারে সরগরম ইটনার মাঠঘাট

মো. ফরিদ রায়হান, অষ্টগ্রাম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬: ০৫
নির্বাচনের প্রচারে সরগরম ইটনার মাঠঘাট

কিশোরগঞ্জের ইটনার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া ভোট গ্রহণ হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তফসিল অনুযায়ী গত ২৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। ইতিমধ্যে ব্যানার পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন সড়ক, অলিগলি ও হাট-বাজার।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায়, সর্বত্র নির্বাচন ঘিরে প্রচারে উৎসবের আমেজ বিরাজ করছে। পাড়া-মহল্লা, হাট-বাজার, চা দোকানসহ নানা জায়গায় আলোচনার ঝড় বইছে। প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটারদের আলোচনার প্রধান বিষয় হচ্ছে প্রার্থীদের জয়-পরাজয়ের সমীকরণ নিয়ে। এলাকার ঘরে ঘরে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে ভোর থেকে রাত পর্যন্ত চলছে প্রার্থীদের ছোটাছুটি।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউপিতে ভোট গ্রহণ হবে দলীয় প্রতীক ছাড়া। ১২ জানুয়ারি ৯ ইউপিতে চেয়ারম্যান পদে ৫৫ জন, ২৭টি সংরক্ষিত নারী আসনে ৯৪ এবং ৮১টি সাধারণ সদস্যপদে ২৭৯ জনসহ মোট ৪২৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গত ২২ জানুয়ারি ৯ জন চেয়ারম্যান পদের ও ৯ জন সাধারণ সদস্য পদের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ইটনা সদর ইউনিয়নের ফেরিওয়ালা হুমায়ন আহমেদ (২৫) বলেন, ‘প্রার্থীরা আমাদের ঘরে ঘরে যাইতাছে। তাঁদের কথা হুনে (শুনে) বিচার-বিবেচনা করে দেহুম, কেডা গরিবের লাগি কাজ করব। রাস্তাঘাটের উন্নতি করব। গ্যারামে শান্তি বজায় রাখব। ইমুন (এমন) লোকেরে ভোট দিমু।’

মৃগা ইউপির তরুণ ভোটার আলমগীর ফরিদ বলেন, ‘আমরা চাই সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। যিনি ইউনিয়নবাসীর কাছে সর্বাধিক গ্রহণযোগ্য প্রার্থী হবেন, এলাকার উন্নয়নে কাজ করবেন, ভোটাররা তাঁকেই নির্বাচিত করবেন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা ম. কামরুল হাসান বলেন, ‘ইটনায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশে সব প্রার্থী আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছেন। এখনো কোনো আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত