Ajker Patrika

বিশ্বকাপের টিকিট কাটল ব্রাজিল

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৮: ৩৩
বিশ্বকাপের টিকিট কাটল ব্রাজিল

বিশ্বকাপে নিজেদের জায়গাটা আরও আগেই নিশ্চিত করে রেখেছিল ব্রাজিল। যতটুকু হিসাব-নিকাশ বাকি, সেটাও গতকাল মিলিয়ে নিলেন নেইমার-লুকাস পাকেতা জুটি। ঘরের মাঠে নেইমারের পাসে পাকেতার গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ৬ ম্যাচ আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে দলের জায়গা নিশ্চিত হওয়ার পর পাকেতা বলেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সেটা আমরা করতে পেরেছি। আমি যেখানেই খেলি না কেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা সব সময় থাকে।’

১২ ম্যাচের ১১টিতেই জয় নিয়ে কনমেবল অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ৩৪ পয়েন্টে সবার ধরাছোঁয়ারও বাইরে সেলেসাওরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...