Ajker Patrika

স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের ‘আত্মহত্যা’

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১৫
স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের ‘আত্মহত্যা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় সোহেল গাজী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মধ্য নরসিংহপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল গাজী নাটোর জেলার সদর থানার মৃত পান্না গাজীর ছেলে। তিনি কর্মসূত্রে ফতুল্লায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। স্বজনদের দাবি, সোহেল স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা খান বলেন, নিহত সোহেল গাজী তাঁর স্ত্রীকে নিয়ে মতিউরের বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিহত সোহেল গাজী বাসা থেকে বের হয়ে স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। রাত দুইটার দিকে সোহেলকে ছাদে থাকা লোহার আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় লোকজন।

উপপরিদর্শক বলেন, ‘পরে থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে তাঁর স্বজনেরা। এখনো থানায় কেউ অভিযোগ দেননি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত