Ajker Patrika

অবৈধ বাইকের বিরুদ্ধে এবার চিরুনি অভিযান

সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
অবৈধ বাইকের বিরুদ্ধে এবার চিরুনি অভিযান

সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এই অভিযান। এর মধ্যে যেসব মোটরসাইকেলের কাগজপত্র আছে, রেজিস্ট্রেশন নেই; সেগুলোর কাগজপত্র দ্রুত নবায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে যেসব মোটরসাইকেলের কোনো কাগজপত্রই নেই, সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। 
২৩ আগস্ট নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ সিদ্ধান্ত জানান। একই সঙ্গে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে থাকা মাদক ও কিশোর গ্যাং রোধে অভিযান চালানোর কথাও জানান তিনি।

যদিও এর আগে নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশ কয়েক দফা অভিযান পরিচালনা করেছিল স্বল্প সময়ের জন্য। সে সময় প্রায় লাখ টাকা জরিমানাও আদায় করা হয়েছিল আইন অমান্যকারী মোটরসাইকেলচালকদের কাছ থেকে। নতুন করে আবারও অভিযানে নামার ঘোষণাকে কঠোরভাবে দেখার অনুরোধ করেছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

জেলা পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জের সড়কে অসংখ্য মোটরসাইকেল আইন অমান্য করে চলাচল করে। ব্যবহারকারীদের বড় একটি অংশের কাগজপত্র, রেজিস্ট্রেশন ও লাইসেন্স নেই। হেলমেট ব্যবহার করার ক্ষেত্রেও রয়েছে উদাসীনতা। অবৈধভাবে একাধিক লাইট, পুলিশ সাইরেন, হলার সংযোজন করে আইন অমান্য করে থাকে ব্যবহারকারীরা। মোটরসাইকেলের বিষয়ে পুলিশ সুপার বলেছিলেন, আমরা দেখতে পাই একাধিক মোটরসাইকেল একসঙ্গে মহড়া দিয়ে শহরে চলাচল করে। বিকট আওয়াজে ছুটে চলে তারা। এ ছাড়া ব্যস্ত সড়কে সাপের মতো এঁকেবেঁকে চলাচল করে আতঙ্ক সৃষ্টি করে। এধরনের বাইক চালানোর প্রবণতা বিপজ্জনক। এমন চালকদের লাগাম টানতেই আমাদের অভিযান চলবে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘এ ধরনের অভিযান প্রায়ই পরিচালনা করে থাকি। তবে এবার পুলিশ সুপার যেহেতু বিষয়টি জোরালোভাবে দেখছেন, সেহেতু তাঁর নির্দেশনা বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকব।’  

কথা হলে জেলা বিআরটিএর সহকারী পরিচালক শামসুল কবীর বলেন, ‘মোটরসাইকেলসহ অবৈধভাবে চলাচল করা যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা উচিত। যেসংখ্যক গাড়ি ক্রয় করা হয়, সেগুলো যথাসময়ে রেজিস্ট্রেশন ও নবায়ন করা হয় না। ফলে বিষয়টি আইন প্রয়োগের মাধ্যমে নিবন্ধনের আওতায় আনা প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত