শেখ কামাল, কেন্দুয়া (নেত্রকোনা)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নেত্রকোনা-৩ আসনে প্রার্থী বাছাইয়ের হিসাব মেলাতে শুরু করেছেন বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। মনোনয়নপ্রত্যাশীরাও আপাতত এ নিয়েই তোড়জোড় শুরু করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগে সম্ভাব্য প্রার্থী বেশি থাকায় শীর্ষ পর্যায়ে যোগাযোগে তাদের তৎপরতাও বেশি চোখে পড়ছে। বিপরীতে কম মনোনয়নপ্রত্যাশী থাকায় নির্বাচনী কৌশল সাজাতে সময় দিচ্ছে অন্য দলগুলো।
বিগত নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতাকারী মূল তিন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) সূত্রগুলো বলছে, প্রার্থী বাছাইয়ে কিছুটা দ্বিধায় আছেন আওয়ামী লীগ ও জাপার নেতারা। এই দুই দল জোট করবে নাকি আলাদা থাকবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। জোট হলে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড়ের চিত্র বদলে যাবে। বিএনপির দুই শীর্ষ মনোনয়নপ্রত্যাশীর মধ্যে আছে কোন্দল। তবে মনোনয়নপ্রত্যাশী কম থাকায় দলটি ভোটে অংশ নিলে প্রার্থী বাছাইয়ে বেশি বেগ পেতে হবে না।
একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ আসনে জয়ী হন দলটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এবার প্রার্থিতার প্রতিদ্বন্দ্বিতায় তাঁর বিপরীতে আছেন কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক আবদুল মতিন। দলীয় সূত্রের খবর, ঢাকা থেকে প্রায়ই এলাকায় এসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মতবিনিময় করছেন মতিন। নিজেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী বলেও ঘোষণা দিচ্ছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডে। একইভাবে সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশীর এলাকায় যাতায়াত বেড়েছে।
সমর্থন পেতে নেতা-কর্মীদের খোঁজখবর নিচ্ছেন। অন্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক উপদেষ্টা সামসুল কবীর খান, সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ও বাংলাদেশ তাঁতী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম।জানতে চাইলে এসব প্রার্থীদের সবাই বলেছেন, তাঁরা মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে সবকিছু নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর।
এদিকে এখনো এলাকায় জাপার তেমন তৎপরতা নেই। তবু জোটবদ্ধ নির্বাচন হলে দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন ভূঁইয়া আসনটিতে মনোনয়ন চাইতে পারেন। এ প্রসঙ্গে জসিমউদ্দিন ভূঁইয়া বলেন, ‘দল ও দেশের মানুষের কথা চিন্তা করে জোটগতভাবে নির্বাচন হলে এক কথা, আর না হলে আরেক কথা। তবে জোটগতভাবে নির্বাচন হলে আমি মনোনয়ন পাব। আর এককভাবে হলেও নির্বাচন করব।’
আওয়ামী লীগ ও জাপার সম্ভাব্য প্রার্থীরা যখন হিসাব মেলাতে ব্যস্ত তখন দল দুটির একাধিক সূত্র বলছে, ভোটাররা এবার কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান। এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া এবং চাওয়া-পাওয়াসহ বিভিন্ন কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেই ক্ষোভ ও হতাশা রয়েছে। এ অবস্থায় তৃণমূলের নেতা-কর্মীদের সংগঠিত করতে না পারলে নেতিবাচক প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে। তবে জোটবদ্ধ নির্বাচন হলে আর জাপার প্রার্থীকে আসনটি ছেড়ে দিলে ভোটের সমীকরণ কেমন হবে, তা বলা যাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদির ভূঁইয়া বলেন, ‘উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবারও মানুষ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। তবে এ আসনে জাপার তেমন সাংগঠনিক কর্মকাণ্ড নেই। তাই এ আসনটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।’
নির্বাচনে বিএনপি অংশ নিলে আসনটি পুনরুদ্ধার করতে চান স্থানীয় নেতা-কর্মীরা। তাতে সামনে থেকে নেতৃত্ব দিতে চান রফিকুল ইসলাম হিলালী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। কিন্তু উপজেলা কমিটি গঠন নিয়ে তাঁদের মধ্যেই কোন্দল আছে। এখনো এর নিরসন হয়নি। বর্তমানে উপজেলা ও মাঠপর্যায়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশির ভাগ নেতা-কর্মী পৃথকভাবে হিলালী ও দুলালের অনুসারী বলে জানিয়েছে সূত্র।
এ বিষয়ে রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘হাইকমান্ডের সিদ্ধান্ত হলো নিরপেক্ষ সরকার ছাড়া আমরা নির্বাচনে অংশ নেব না। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’ দেলোয়ার হোসেন ভূঁইয়াও উচ্চ মহলের সিদ্ধান্তের প্রসঙ্গ ছাড়া আর কিছু বলেননি।
এ আসনে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। তিনি ইয়ুথ ফোরামের উপদেষ্টা ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব এম নাজমুল হাসান। বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, নাজমুল হাসান বিভিন্ন সময় এলাকায় এসে সামাজিক ও দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এ সময় নিজেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী বলেও ঘোষণা দিচ্ছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নেত্রকোনা-৩ আসনে প্রার্থী বাছাইয়ের হিসাব মেলাতে শুরু করেছেন বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। মনোনয়নপ্রত্যাশীরাও আপাতত এ নিয়েই তোড়জোড় শুরু করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগে সম্ভাব্য প্রার্থী বেশি থাকায় শীর্ষ পর্যায়ে যোগাযোগে তাদের তৎপরতাও বেশি চোখে পড়ছে। বিপরীতে কম মনোনয়নপ্রত্যাশী থাকায় নির্বাচনী কৌশল সাজাতে সময় দিচ্ছে অন্য দলগুলো।
বিগত নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতাকারী মূল তিন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) সূত্রগুলো বলছে, প্রার্থী বাছাইয়ে কিছুটা দ্বিধায় আছেন আওয়ামী লীগ ও জাপার নেতারা। এই দুই দল জোট করবে নাকি আলাদা থাকবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। জোট হলে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড়ের চিত্র বদলে যাবে। বিএনপির দুই শীর্ষ মনোনয়নপ্রত্যাশীর মধ্যে আছে কোন্দল। তবে মনোনয়নপ্রত্যাশী কম থাকায় দলটি ভোটে অংশ নিলে প্রার্থী বাছাইয়ে বেশি বেগ পেতে হবে না।
একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ আসনে জয়ী হন দলটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এবার প্রার্থিতার প্রতিদ্বন্দ্বিতায় তাঁর বিপরীতে আছেন কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক আবদুল মতিন। দলীয় সূত্রের খবর, ঢাকা থেকে প্রায়ই এলাকায় এসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মতবিনিময় করছেন মতিন। নিজেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী বলেও ঘোষণা দিচ্ছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডে। একইভাবে সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশীর এলাকায় যাতায়াত বেড়েছে।
সমর্থন পেতে নেতা-কর্মীদের খোঁজখবর নিচ্ছেন। অন্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক উপদেষ্টা সামসুল কবীর খান, সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ও বাংলাদেশ তাঁতী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম।জানতে চাইলে এসব প্রার্থীদের সবাই বলেছেন, তাঁরা মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে সবকিছু নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর।
এদিকে এখনো এলাকায় জাপার তেমন তৎপরতা নেই। তবু জোটবদ্ধ নির্বাচন হলে দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন ভূঁইয়া আসনটিতে মনোনয়ন চাইতে পারেন। এ প্রসঙ্গে জসিমউদ্দিন ভূঁইয়া বলেন, ‘দল ও দেশের মানুষের কথা চিন্তা করে জোটগতভাবে নির্বাচন হলে এক কথা, আর না হলে আরেক কথা। তবে জোটগতভাবে নির্বাচন হলে আমি মনোনয়ন পাব। আর এককভাবে হলেও নির্বাচন করব।’
আওয়ামী লীগ ও জাপার সম্ভাব্য প্রার্থীরা যখন হিসাব মেলাতে ব্যস্ত তখন দল দুটির একাধিক সূত্র বলছে, ভোটাররা এবার কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান। এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া এবং চাওয়া-পাওয়াসহ বিভিন্ন কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেই ক্ষোভ ও হতাশা রয়েছে। এ অবস্থায় তৃণমূলের নেতা-কর্মীদের সংগঠিত করতে না পারলে নেতিবাচক প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে। তবে জোটবদ্ধ নির্বাচন হলে আর জাপার প্রার্থীকে আসনটি ছেড়ে দিলে ভোটের সমীকরণ কেমন হবে, তা বলা যাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদির ভূঁইয়া বলেন, ‘উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবারও মানুষ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। তবে এ আসনে জাপার তেমন সাংগঠনিক কর্মকাণ্ড নেই। তাই এ আসনটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।’
নির্বাচনে বিএনপি অংশ নিলে আসনটি পুনরুদ্ধার করতে চান স্থানীয় নেতা-কর্মীরা। তাতে সামনে থেকে নেতৃত্ব দিতে চান রফিকুল ইসলাম হিলালী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। কিন্তু উপজেলা কমিটি গঠন নিয়ে তাঁদের মধ্যেই কোন্দল আছে। এখনো এর নিরসন হয়নি। বর্তমানে উপজেলা ও মাঠপর্যায়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশির ভাগ নেতা-কর্মী পৃথকভাবে হিলালী ও দুলালের অনুসারী বলে জানিয়েছে সূত্র।
এ বিষয়ে রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘হাইকমান্ডের সিদ্ধান্ত হলো নিরপেক্ষ সরকার ছাড়া আমরা নির্বাচনে অংশ নেব না। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’ দেলোয়ার হোসেন ভূঁইয়াও উচ্চ মহলের সিদ্ধান্তের প্রসঙ্গ ছাড়া আর কিছু বলেননি।
এ আসনে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। তিনি ইয়ুথ ফোরামের উপদেষ্টা ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব এম নাজমুল হাসান। বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, নাজমুল হাসান বিভিন্ন সময় এলাকায় এসে সামাজিক ও দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এ সময় নিজেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী বলেও ঘোষণা দিচ্ছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪