আজকের পত্রিকা ডেস্ক
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। দিনাজপুর, নীলফামারী ও গাইবান্ধা জেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয় সমাবেশ। এসব সমাবেশে কেন্দ্রের ছাড়াও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে বাড়ার আগেই দেশে তেলের দাম বাড়ে। সরকার হলো শাঁখের করাত; যেতেও কাটে আসতেও কাটে। দেশের সবচেয়ে বড় বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এক দিনে এক পণ্যের দাম তিনবার বাড়ার রেকর্ড আছে। আমদানিকারক, ব্যবসায়ী আর যাঁরা দাম নিয়ন্ত্রণ করেন, তাঁরা সবাই তাঁদের লোক। মাঝখানে ভুক্তভোগী সাধারণ মানুষ।
তাঁরা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের জবাবদিহি থাকে। কিন্তু আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত না হয়ে অবৈধভাবে সরকার গঠন করে দেশ পরিচালনা করছে। যেহেতু তাঁরা জনগণের ভোট নির্বাচিত নয়, তাই তাঁরা জনগণের কাছে জবাবদিহি করে না। তাঁদের কারণেই একের পর এক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে।
দিনাজপুর: জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোজিনা ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, যুবদল রংপুর বিভাগীয় প্রধান রুহুল আমিন আকিল, কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল জলিল।
নীলফামারী: জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া। বক্তৃতা দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সওগাতুল ইসলাম সাগীর, জলবায়ু-বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।
গাইবান্ধা: শহরে জেলা বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। দিনাজপুর, নীলফামারী ও গাইবান্ধা জেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয় সমাবেশ। এসব সমাবেশে কেন্দ্রের ছাড়াও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে বাড়ার আগেই দেশে তেলের দাম বাড়ে। সরকার হলো শাঁখের করাত; যেতেও কাটে আসতেও কাটে। দেশের সবচেয়ে বড় বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এক দিনে এক পণ্যের দাম তিনবার বাড়ার রেকর্ড আছে। আমদানিকারক, ব্যবসায়ী আর যাঁরা দাম নিয়ন্ত্রণ করেন, তাঁরা সবাই তাঁদের লোক। মাঝখানে ভুক্তভোগী সাধারণ মানুষ।
তাঁরা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের জবাবদিহি থাকে। কিন্তু আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত না হয়ে অবৈধভাবে সরকার গঠন করে দেশ পরিচালনা করছে। যেহেতু তাঁরা জনগণের ভোট নির্বাচিত নয়, তাই তাঁরা জনগণের কাছে জবাবদিহি করে না। তাঁদের কারণেই একের পর এক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে।
দিনাজপুর: জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোজিনা ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, যুবদল রংপুর বিভাগীয় প্রধান রুহুল আমিন আকিল, কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল জলিল।
নীলফামারী: জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া। বক্তৃতা দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সওগাতুল ইসলাম সাগীর, জলবায়ু-বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।
গাইবান্ধা: শহরে জেলা বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪