Ajker Patrika

ছাত্রকে যৌন হয়রানি, গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

মেঘনা প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪: ১৫
ছাত্রকে যৌন হয়রানি, গ্রেপ্তার  মাদ্রাসা শিক্ষক

কুমিল্লার মেঘনায় ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুক নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। উপজেলার মানিকার চর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার মারিয়া গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর গভীর রাতে ওই ছাত্রকে মাদ্রাসার একটি কক্ষে যৌন হয়রানি করা হয়। বিষয়টি সে তার বাবাকে জানায়। ছাত্রের বাবা বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালেও কোনো বিচার পাননি। গত সোমবার রাতে ওই ছাত্রকে আবারও যৌন হয়রানি করা হয়। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার মেঘনা থানায় মামলা করেন। পরে দুপুরে অভিযুক্ত ওমর ফারুককে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত