Ajker Patrika

ম্যাডিসন স্কয়ার মাতালো চিরকুট

আপডেট : ০৮ মে ২০২২, ০৯: ৩৫
ম্যাডিসন স্কয়ার মাতালো চিরকুট

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হয়ে গেল ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। এই কনসার্টে বিশ্ববিখ্যাত ব্যান্ডদল স্করপিয়ন্স পারফর্ম করেছে। সঙ্গে ছিল বাংলাদেশের চিরকুট।

স্করপিয়নস ব্যান্ডের ক্লাউস মাইনের সঙ্গে চিরকুট ব্যান্ডের ভোকাল সুমিস্থানীয় সময় ৬ মে শুক্রবার রাত ৮টায় শুরু হয়েছে কনসার্ট। ম্যাডিসন স্কয়ার হয়ে ওঠে যেন এক টুকরো বাংলাদেশ। ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি দিয়ে চিরকুট তাদের পারফরম্যান্স শুরু করে। এরপর বাংলাদেশের বিশ্ববন্ধুদের জন্য তৈরি তাদের নতুন গান পরিবেশন করে চিরকুট। ব্যান্ডটির গায়িকা ও গীতিকার শারমিন সুলতানা সুমি বলেন, ‘এই অনুভূতি প্রকাশের ভাষা আমার জানা নেই। আমরা এই ম্যাডিসন স্কয়ারে ফিরে এলাম ৫০ বছর পর। আমরা মেড ইন বাংলাদেশ। আমরা খুবই সৌভাগ্যবান যে সারা বিশ্বে আমাদের বন্ধুরা ছড়িয়ে আছে।’ অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত গাওয়া হয়। এতে মঞ্চে উঠে কণ্ঠ মেলান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শামীম ওসমান, নাহিদ খান, অপরাজিতা হকসহ অনেকেই। এরপর বাংলাদেশের ওপরে তথ্যচিত্র দেখানো হয়। তিন মিনিটের এই ভিডিওতে উঠে আসে মুক্তিযুদ্ধের বিজয়ের প্রথম প্রহর, মুক্তিসংগ্রাম, বাংলাদেশের মাথা তুলে দাঁড়ানো, উন্নয়ন, কৃষ্টি ও ঐতিহ্য।

লাল-সবুজের আলোয় সেজেছিল ম্যাডিসন স্কয়ার গার্ডেন১৯৭১ সালে জর্জ হ্যারিসন তাঁর বন্ধুদের নিয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পাশে দাঁড়াতে কনসার্ট করেছিলেন ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জন্য তহবিল গঠন ছিল সেই কনসার্টের উদ্দেশ্য। বিজয়ের ৫০ বছর পর সেই ঐতিহাসিক ঘটনাটি আরেকবার স্মরণ হয়েছে এই আয়োজনের মধ্য দিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরের চিকিৎসক জঙ্গি সংগঠন জইশের সদস্য, হরিয়ানায় তাঁর বাসায় মিলল ৩ টন বিস্ফোরক

রাজধানীর সাত এলাকায় ১২ ককটেল বিস্ফোরণ, তিন গাড়িতে আগুন

হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় ছাত্রলীগ নেতাকে, থানায় দিতে গিয়ে ৩ অপহরণকারী গ্রেপ্তার

ধীরে ধীরে চলছিল গাড়িটি, ট্রাফিক সিগন্যালে থামতেই বিকট বিস্ফোরণ

তুমুল হট্টগোলে পাকিস্তানের সংবিধান সংশোধন, সেনাপ্রধান আসিম মুনির আরো ক্ষমতাধর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ