Ajker Patrika

কলেজ আঙিনায় সবজি চাষ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১০: ৪৫
কলেজ আঙিনায় সবজি চাষ

ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাল শাক ও পুঁইশাকসহ বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি চাষ করা হয়েছে ব্রাহ্মণপাড়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায়। শিক্ষার্থীদের হাতে-কলমে কৃষিশিক্ষা দিতে এই উদ্যোগ।

ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ। উপজেলা সদরে এটি অবস্থিত।

সরেজমিনে দেখা গেছে, কলেজ আঙিনায় বাহারী ফুল বাগানের পাশাপাশি দুই শতক জমিতে চাষ করা হয়েছে সবজির। কলেজের পরিত্যক্ত স্থানে এ চাষের উদ্যোগ নিয়েছেন শিক্ষকেরা।

দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উম্মে সালমা, আরিফুল ইসলাম, আকলিমা আফরোজ বলেন, কলেজে ফুল বাগানের পাশাপাশি সবজি বাগান করার মাধ্যমে তারা বীজ বপন এবং পরিচর্যা সম্পর্কে জানতে পারছেন। এ ছাড়া একটি ফসলের জন্ম থেকে ফলন ও জাত উন্নয়নে যত বিষয় জড়িত সে বিষয় গুলো তাদের শেখানো হচ্ছে। এতে কলেজের পাশাপাশি বাড়িতেও গাছের চারা রোপণ এবং পরিচর্যার প্রতি তাদের আগ্রহ তৈরি হয়েছে। এতে তাদের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করছে বলে জানান তারা।

প্রভাষক আকতার ফারুক আখন্দ বলেন, ‘কলেজে সবজি বাগান এক ধরনের শিক্ষা। এতে করে শিক্ষার্থীরা বই পড়ার পাশাপাশি ব্যবহারিকভাবে বীজ, অঙ্কুরোদগম ও পরিচর্যাসহ বিভিন্ন বিষয়ে শিখতে পারছে। এ ছাড়া কলেজের সৌন্দর্য বৃদ্ধি এবং ছাত্রছাত্রীদের নিজ নিজ বাড়িতে গাছের চারা রোপণে উৎসাহ দেওয়া হচ্ছে।’

অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, ‘কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীর পরামর্শে ক্যাম্পাসে ফুলের বাগান করা হয়েছে। গত দুই বছর ধরে সবজি বাগানের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের হাতেকলমে শিক্ষা দেওয়া হচ্ছে। যাতে করে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে পতিত জমিতে সবজি বাগান করতে উদ্বুদ্ধ হয়।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান বলেন, ‘কলেজ আঙিনায় পতিত জমিতে সবজি চাষ করে কৃষি সম্পর্কে শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষা দেওয়া ভালো উদ্যোগ। এ ক্ষেত্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের পরামর্শ ও সহযোগিতা করবে। যাতে শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা নিয়ে নিজ বাড়িতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-অগাস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত