নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী বছরের ৩০ জুন বা এর কাছাকাছি সময়ে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া যাবে বলে আশা করছে সরকার। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ আশা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করেন সচিব। তিনি বলেন, ‘পদ্মা সেতুর কাজের ৮৭ শতাংশ অগ্রগতি হয়েছে। আশা করছি, ৩০ জুন বা তার আশপাশের সময়ে ইনশা আল্লাহ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’
জেলা পরিষদেও বসবে প্রশাসক
আনোয়ারুল ইসলাম জানান, মেয়াদ শেষে আর পদে থাকতে পারবেন না জেলা পরিষদের চেয়ারম্যানরা। জেলা পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ার পর কোনো কারণে নির্বাচন করা না গেলে, সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। এমন বিধান রেখে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২১’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
পৌরসভার মেয়রদের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন করা না গেলে সেখানেও প্রশাসক নিয়োগের বিধান করেছে সরকার। এত দিন এসব জায়গায় কোনো কারণে নির্বাচন করা না গেলে আগের জনপ্রতিনিধিরাই দায়িত্বে থাকতেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের আইনে বিধান ছিল মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন না হওয়া পর্যন্ত আগের জনপ্রতিনিধিরাই চালাবেন। দেখা গেছে, মামলা-মোকদ্দমার কারণে একেকজন ১৪-১৫ বছর দায়িত্বে থাকেন।
আইন সংশোধন করে সেই সুযোগ আর রাখা হচ্ছে না। পৌরসভার মেয়রদের মতো জেলা পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হলে সেখানে নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ দেওয়া যাবে।
সেন্সর সনদ আবশ্যক
সরকারের কাছে থেকে সেন্সর সার্টিফিকেট না নিয়ে চলচ্চিত্র প্রদর্শন জেল-জরিমানার বিধান রেখে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আনোয়ারুল ইসলাম বলেন, যদি কোনো ব্যক্তি সার্টিফিকেশনবিহীন চলচ্চিত্র প্রদর্শন করেন, তাহলে অনধিক ৫ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আর সার্টিফিকেট পাওয়ার পর সেটিকে বিকৃত করে সেন্সর হওয়া দৃশ্যগুলো যোগ করলে ২ বছরের কারাদণ্ড বা ২ লাখ টাকা জরিমানা হবে।
করোনায় বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতন
করোনা মহামারির মধ্যে দেশে মামলার সংখ্যা কমলেও ধর্ষণ ও নারী নির্যাতনের হার বেড়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন গতকালের মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়।
বার্ষিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৯-২০ অর্থবছরে মোট মামলার সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। গত অর্থবছর শেষে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৩৬২টি। প্রায় ৯১ হাজার মামলা কমেছে। ২০১৯-২০ অর্থবছরে ধর্ষণ ছিল ৫ হাজার ৮৪২টি, ২০২০-২১ অর্থবছরে ৭ হাজার ২২২টি ধর্ষণের ঘটনা ঘটে। নারী নির্যাতনের সংখ্যা ১২ হাজার ৬৬০টি বেড়ে ২০২০-২১ অর্থবছরে ১৪ হাজার ৫৬৭টি হয়েছে। ধর্ষণ বেড়েছে ১ হাজার ৩৮০টি ও নারী নির্যাতন বেড়েছে ১ হাজার ৯৭টি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
উন্নয়নসহ অন্যান্য কর্মকাণ্ড করোনা মহামারির আগের স্বাভাবিক অবস্থায় নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেহেতু কোভিড সংক্রমণের দুই বছর হয়ে গেছে, আমাদের একটা প্রটোকলও তৈরি হয়ে গেছে। সুতরাং সবাইকে আরেকটু বাড়তি কাজ করে বকেয়াগুলো শেষ করতে হবে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
আগামী বছরের ৩০ জুন বা এর কাছাকাছি সময়ে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া যাবে বলে আশা করছে সরকার। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ আশা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করেন সচিব। তিনি বলেন, ‘পদ্মা সেতুর কাজের ৮৭ শতাংশ অগ্রগতি হয়েছে। আশা করছি, ৩০ জুন বা তার আশপাশের সময়ে ইনশা আল্লাহ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’
জেলা পরিষদেও বসবে প্রশাসক
আনোয়ারুল ইসলাম জানান, মেয়াদ শেষে আর পদে থাকতে পারবেন না জেলা পরিষদের চেয়ারম্যানরা। জেলা পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ার পর কোনো কারণে নির্বাচন করা না গেলে, সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। এমন বিধান রেখে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২১’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
পৌরসভার মেয়রদের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন করা না গেলে সেখানেও প্রশাসক নিয়োগের বিধান করেছে সরকার। এত দিন এসব জায়গায় কোনো কারণে নির্বাচন করা না গেলে আগের জনপ্রতিনিধিরাই দায়িত্বে থাকতেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের আইনে বিধান ছিল মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন না হওয়া পর্যন্ত আগের জনপ্রতিনিধিরাই চালাবেন। দেখা গেছে, মামলা-মোকদ্দমার কারণে একেকজন ১৪-১৫ বছর দায়িত্বে থাকেন।
আইন সংশোধন করে সেই সুযোগ আর রাখা হচ্ছে না। পৌরসভার মেয়রদের মতো জেলা পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হলে সেখানে নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ দেওয়া যাবে।
সেন্সর সনদ আবশ্যক
সরকারের কাছে থেকে সেন্সর সার্টিফিকেট না নিয়ে চলচ্চিত্র প্রদর্শন জেল-জরিমানার বিধান রেখে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আনোয়ারুল ইসলাম বলেন, যদি কোনো ব্যক্তি সার্টিফিকেশনবিহীন চলচ্চিত্র প্রদর্শন করেন, তাহলে অনধিক ৫ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আর সার্টিফিকেট পাওয়ার পর সেটিকে বিকৃত করে সেন্সর হওয়া দৃশ্যগুলো যোগ করলে ২ বছরের কারাদণ্ড বা ২ লাখ টাকা জরিমানা হবে।
করোনায় বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতন
করোনা মহামারির মধ্যে দেশে মামলার সংখ্যা কমলেও ধর্ষণ ও নারী নির্যাতনের হার বেড়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন গতকালের মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়।
বার্ষিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৯-২০ অর্থবছরে মোট মামলার সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। গত অর্থবছর শেষে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৩৬২টি। প্রায় ৯১ হাজার মামলা কমেছে। ২০১৯-২০ অর্থবছরে ধর্ষণ ছিল ৫ হাজার ৮৪২টি, ২০২০-২১ অর্থবছরে ৭ হাজার ২২২টি ধর্ষণের ঘটনা ঘটে। নারী নির্যাতনের সংখ্যা ১২ হাজার ৬৬০টি বেড়ে ২০২০-২১ অর্থবছরে ১৪ হাজার ৫৬৭টি হয়েছে। ধর্ষণ বেড়েছে ১ হাজার ৩৮০টি ও নারী নির্যাতন বেড়েছে ১ হাজার ৯৭টি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
উন্নয়নসহ অন্যান্য কর্মকাণ্ড করোনা মহামারির আগের স্বাভাবিক অবস্থায় নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেহেতু কোভিড সংক্রমণের দুই বছর হয়ে গেছে, আমাদের একটা প্রটোকলও তৈরি হয়ে গেছে। সুতরাং সবাইকে আরেকটু বাড়তি কাজ করে বকেয়াগুলো শেষ করতে হবে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫