Ajker Patrika

৮টিতেই নৌকার বিদ্রোহী

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ১৯
৮টিতেই নৌকার বিদ্রোহী

হবিগঞ্জের চুনারুঘাটে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১০ ইউপির আটটিতেই নৌকার বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দুজন বর্তমান চেয়ারম্যান রয়েছেন। তাঁরা হলেন-উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ ও পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শামসুজ্জামান শামীম। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ তথ্য পাওয়া যায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা দ্বিপক কুমার রায় জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৬৩০ জন মনোনয়নপত্র জমা দেন। ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ১০ জন রয়েছেন। এ ছাড়া বিদ্রোহী হিসেবে আটজন ও ৩২ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ৪১৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৬১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই নির্বাচনে অংশগ্রহণ না করলেও অনেক নেতা-কর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল রোববার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত