Ajker Patrika

রওশন-কাদের দ্বন্দ্বে লাঙ্গল নিয়ে জটিলতা

শিপুল ইসলাম, রংপুর
আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৮: ৪১
রওশন-কাদের দ্বন্দ্বে লাঙ্গল নিয়ে জটিলতা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মধ্যে দ্বন্দ্বে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে লাঙ্গলের মনোনয়ন নিয়ে জটিলতা বাড়ছে। জি এম কাদেরের ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় তাঁর পক্ষে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু মনোনয়ন দিয়েছেন বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে। তবে রওশনপন্থীরা বলছেন, এই মনোনয়ন বৈধ নয়। রওশন এরশাদ যাঁকে মনোনয়ন দেবেন, তিনিই হবেন লাঙ্গলের বৈধ প্রার্থী।

তফসিল ঘোষণার আগে রওশনপন্থী সাবেক পৌর মেয়র ও এ কে এম আব্দুর রউফ মানিক প্রচার চালালেও পরিবারের চাপে তিনি নির্বাচন করছেন না। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন। মানিকের পিছটানের ফলে রওশন এরশাদ-মসিউর রহমান রাঙ্গা সমর্থিত অংশকে কিছুটা চুপচাপ দেখা গেলেও শেষ পর্যন্ত বিকল্প খুঁজে পেয়েছেন তাঁরা। শিগগিরই স্থানীয় রাজনীতি ও সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় সাবেক এক ছাত্রনেতাকে লাঙ্গল নিয়ে ভোটের মাঠে নামতে দেখা যাবে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে লাঙ্গল হাতে দিয়ে ওই নেতাকে মেয়র হিসেবে বের করে আনতে চাইছেন বলে জানিয়েছেন রওশনপন্থীরা।

দলের বিভাজন থাকলেও তা নিয়ে স্থানীয় কোনো নেতা-কর্মী মুখ খুলছেন না। মসিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়ার পর রওশন এরশাদের তেমন কোনো অনুসারীকে প্রকাশ্যে মাঠেও দেখা যাচ্ছে না। তবে মাঠে বহাল রয়েছেন জি এম কাদেরের পক্ষে মনোনয়ন পাওয়া প্রার্থী মোস্তাফিজার রহমান।

জাপার বর্তমান ও সাবেক বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, আদালতের নির্দেশে দলের চেয়ারম্যান হিসেবে কোনো কাজ করতে পারছেন না জি এম কাদের। এ নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় দলীয় মনোনয়নও তিনি দিতে পারেননি। গত সোমবার তাঁর পক্ষে মহাসচিব মুজিবুল হক চুন্নু দলীয় মনোনয়ন দেন। জাপার গঠনতন্ত্র অনুযায়ী, যেকোনো নির্বাচনে মনোনয়ন দেওয়ার এখতিয়ার কেবল দলের চেয়ারম্যানের। তবে তাঁর স্বাক্ষর করা ওই চিঠি নির্বাচন কমিশনে কতটা গ্রহণযোগ্যতা পাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

মোস্তাফিজার রহমান রসিক নির্বাচনে জাপার বৈধ প্রার্থী নয় দাবি করে মসিউর রহমান সম্প্রতি সাংবাদিকদের বলেন, রওশন এরশাদ যাকে মনোনয়ন দেবেন তিনিই জাতীয় পার্টির প্রার্থী হবেন।

জানতে চাইলে মোস্তাফিজার রহমান বলেন, ‘পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান জি এম কাদেরের মনোনীত মহাসচিব আমাকে মনোনয়ন দিয়েছেন। রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক, চেয়ারম্যান বা মহাসচিব নন। তিনি প্রার্থী দেওয়ার কোনো এখতিয়ার রাখেন না।’

মসিউর রহমান সম্পর্কে মোস্তাফিজার রহমান বলেন, ‘রাঙ্গা একটা চালবাজ। সরকারের সুবিধা পাওয়ার আশায় জাতীয় পার্টি নিয়ে যড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। মহাজোটের আড়ালে থেকে সুবিধা নিতেই তিনি যড়যন্ত্রে লিপ্ত। তবে কোনো ষড়যন্ত্রই আমাদের ঠেকাতে পারবে না।’

এ দিকে জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিরোধের সুযোগকে কাজে লাগিয়ে এবার সিটি নির্বাচনে নিজেদের প্রার্থীকে মেয়র করতে প্রস্তুত সরকারি দল আওয়ামী লীগ। দলটির হাফ ডজন নেতা-কর্মী প্রচার-প্রচারণা চালালেও এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে দলের জেলা কমিটিতে দ্বন্দ্ব দেখা দিয়েছে। গত শনিবার জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকাসহ বিভিন্ন অভিযোগ এনে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর, ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর। বরাদ্দের পর ১৭ দিন প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। ২৭ ডিসেম্বর ভোট গ্রহণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত