Ajker Patrika

আমন ধানে ছত্রাক দিশেহারা কৃষক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ৪৬
আমন ধানে ছত্রাক দিশেহারা কৃষক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আমন ব্রি-৪৯ ধানখেতে ‘লক্ষ্মীরগু’ নামে এক ধরনের ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে ধান। যেখানে আর কিছুদিন পর খেত থেকে ধান কেটে ঘরে তোলার কথা, সেখানে হঠাৎ ছত্রাকের আক্রমণে দিশেহারা কৃষক।

উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের কৃষক মিলন মণ্ডল ও অবা গাছু বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ৫৫ শতক জমিতে ব্রি-৪৯ জাতের আমন ধানের চাষ করি। সার-কীটনাশকসহ প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। এই জমি থেকে ৪০-৪৫ মণ ধান আসার কথা। অল্প কিছুদিন পর ধান কাটার উপযুক্ত হবে। কিন্তু তার আগে হঠাৎ ধানখেতে ‘লক্ষ্মীরগু’ নামক ছত্রাক আক্রমণ করে। এতে খেতের ৭০ শতাংশ ধানই নষ্ট হয়ে গেছে।’

উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, খবর পেয়ে ওইসব ধানখেত পরিদর্শন করা হয়েছে। ‘লক্ষ্মীরগু’ নামের ছত্রাকের আক্রমণে ধান নষ্ট হয়ে যাচ্ছে। এই ছত্রাকের আক্রমণ রোধে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু জানান, ব্রি-৪৯ ধানে ‘লক্ষ্মীরগু’ নামে এই ছত্রাক তুলনামূলক বেশি আক্রমণ করে। এ কারণে আমরা এই জাতের ধান চাষে সবসময় কৃষকদের নিরুৎসাহিত করে থাকি। কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত