Ajker Patrika

হাল্ট প্রাইজের ক্যাম্পাস নিবন্ধন কার্যক্রম শুরু

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১২: ১২
হাল্ট প্রাইজের ক্যাম্পাস নিবন্ধন কার্যক্রম শুরু

‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস’ নিবন্ধন শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) হাল্ট প্রাইজ অর্গানাইজেশন। বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো শুরু হওয়া এই আয়োজনের নিবন্ধন চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। সংগঠনের ফেসবুক পেজে এর নিবন্ধন লিংক দেওয়া হয়েছে।

‘গেটিং দ্যা ওয়ার্ল্ড ব্যাক টু ওয়ার্ক’ প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্বব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের ‘নোবেল পুরস্কার’ খ্যাত আন্তর্জাতিক এই প্রতিযোগিতা।

এ বিষয়ে সংগঠনের পরিচালক আবু হাইসাম হিমেল বলেন, ‘চলতি বছর প্রোগ্রামটি অফলাইনে করার পরিকল্পনা থাকলেও ওমিক্রন ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা রয়েছে। তাই সবার নিরাপত্তার কথা ভেবে সম্পূর্ণ আয়োজন অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য হাল্ট প্রাইজ বিশ্বের বৃহত্তম বিজনেস আইডিয়া সৃষ্টিকারী বার্ষিক প্রতিযোগিতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত