নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ঢাকা বিভাগের আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ সয়াবিন তেল ও ছোলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, যে গুদামে আগুন লেগেছে, সেখানে ৩০০ টন সয়াবিন তেল ও ৪০০ টন ছোলা সংরক্ষিত ছিল। আগুনে ১৫-২০ শতাংশ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কি না, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
টিসিবি সূত্রে জানা গেছে, ২৩০ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত গুদামের ৯ নম্বর শেডে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
টিসিবির আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক (অফিস প্রধান) মো. হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গুদামে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খরব দেওয়া হয়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে পানিতে ছোলা ও তেলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টিসিবির অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মুঞ্জুরুল আলম প্রধানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন কাজী গোলাম তৌসিফ (অতিরিক্ত পরিচালক, প্রশাসন ও অর্থ) ও শাহাদাত হোসেন (সরকারি পরিচালক, বাণিজ্যিক)। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, তেজগাঁও লিংক রোডে অবস্থিত টিনশেড ভবনে বিপুল পরিমাণ সয়াবিন তেল ও ছোলা পাশাপাশি মজুত রয়েছে। আগুনে তেলের বোতল পুড়ে গেছে। সেখানে দুই লিটার ওজনের কার্টন ছিল। সাতটি করে কার্টন সাজানো রয়েছে। ওপর থেকে প্রথম ও দ্বিতীয় সারি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর পানিতে ছোলা ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের সারিতে থাকা বিপুল পরিমাণ তেলের কার্টন অক্ষত রয়েছে। তবে ছোলার মধ্যে কোনো আগুন লাগেনি। ভবনের ভেতর থেকে আগুন লাগার কোনো আলামত দেখা যায়নি। আগুন পাশ থেকে লেগেছে। টিসিবি ভবন লাগোয়া পূর্ব পাশে ফুটপাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শিল্পাঞ্চল থানার ২৪ নম্বর ওয়ার্ড কার্যালয়টি অক্ষত রয়েছে। আশপাশের লোকজন জানান, দলীয় কার্যালয়ে পাশের একটি ভবন থেকে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে। সংযোগটি টিসিবি ভবনের ওপর দিয়ে নেওয়া হয়। পুড়ে যাওয়া কার্টন থেকে সয়াবিন তেলের বোতল গুদামের পাশে সাজিয়ে রাখা রয়েছে।
অগ্নিকাণ্ড অবৈধ বিদ্যুৎ-সংযোগের কারণে হয়েছে, নাকি কেউ আগুন ধরিয়ে দিয়েছে, তা নিয়ে সন্দেহে রয়েছে। ঘটনাটি নাশকতা কি না, এ বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এস এম আজিমুল হক আজকের পত্রিকাকে বলেন, নাশকতার কোনো আলামত এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় টিসিবির পক্ষ থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ঢাকা বিভাগের আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ সয়াবিন তেল ও ছোলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, যে গুদামে আগুন লেগেছে, সেখানে ৩০০ টন সয়াবিন তেল ও ৪০০ টন ছোলা সংরক্ষিত ছিল। আগুনে ১৫-২০ শতাংশ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কি না, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
টিসিবি সূত্রে জানা গেছে, ২৩০ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত গুদামের ৯ নম্বর শেডে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
টিসিবির আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক (অফিস প্রধান) মো. হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গুদামে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খরব দেওয়া হয়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে পানিতে ছোলা ও তেলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টিসিবির অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মুঞ্জুরুল আলম প্রধানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন কাজী গোলাম তৌসিফ (অতিরিক্ত পরিচালক, প্রশাসন ও অর্থ) ও শাহাদাত হোসেন (সরকারি পরিচালক, বাণিজ্যিক)। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, তেজগাঁও লিংক রোডে অবস্থিত টিনশেড ভবনে বিপুল পরিমাণ সয়াবিন তেল ও ছোলা পাশাপাশি মজুত রয়েছে। আগুনে তেলের বোতল পুড়ে গেছে। সেখানে দুই লিটার ওজনের কার্টন ছিল। সাতটি করে কার্টন সাজানো রয়েছে। ওপর থেকে প্রথম ও দ্বিতীয় সারি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর পানিতে ছোলা ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের সারিতে থাকা বিপুল পরিমাণ তেলের কার্টন অক্ষত রয়েছে। তবে ছোলার মধ্যে কোনো আগুন লাগেনি। ভবনের ভেতর থেকে আগুন লাগার কোনো আলামত দেখা যায়নি। আগুন পাশ থেকে লেগেছে। টিসিবি ভবন লাগোয়া পূর্ব পাশে ফুটপাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শিল্পাঞ্চল থানার ২৪ নম্বর ওয়ার্ড কার্যালয়টি অক্ষত রয়েছে। আশপাশের লোকজন জানান, দলীয় কার্যালয়ে পাশের একটি ভবন থেকে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে। সংযোগটি টিসিবি ভবনের ওপর দিয়ে নেওয়া হয়। পুড়ে যাওয়া কার্টন থেকে সয়াবিন তেলের বোতল গুদামের পাশে সাজিয়ে রাখা রয়েছে।
অগ্নিকাণ্ড অবৈধ বিদ্যুৎ-সংযোগের কারণে হয়েছে, নাকি কেউ আগুন ধরিয়ে দিয়েছে, তা নিয়ে সন্দেহে রয়েছে। ঘটনাটি নাশকতা কি না, এ বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এস এম আজিমুল হক আজকের পত্রিকাকে বলেন, নাশকতার কোনো আলামত এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় টিসিবির পক্ষ থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪