Ajker Patrika

আমন চাষ লক্ষ‍্যমাত্রা ছাড়াল

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬: ৩৩
আমন চাষ লক্ষ‍্যমাত্রা ছাড়াল

নরসিংদীর রায়পুরায় সবুজের মাঠ জানান দিচ্ছে সমৃদ্ধির। মাঠে মাঠে বাতাসের সঙ্গে দোল খাচ্ছে ধানের শিষ। চলতি মৌসুমে এ উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। ৮ হাজার ৪১০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ৮ হাজার ৮২০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো পাওয়া যাবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় উপজেলায় এবার আমনের আবাদ বেড়েছে। এমনকি লক্ষ্যমাত্রার চেয়ে ৪১০ হেক্টর বেশি জমিতে আবাদ করা হয়েছে। গত বছর লক্ষ্যমাত্রার ৮ হাজার ৫৩০ হেক্টরের বিপরীতে অর্জিত হয়েছিল ৮ হাজার ৭১০ হেক্টর।

উপজেলার একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে রোগবালাইয়ের আক্রমণ বেশি হয়েছে। তারপরও এ বছর আমনের আবাদ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষক হারুনুর রশিদ বলেন, ‘এক বিঘা জমিতে আমনের চাষ করেছি, ১০ শতক জমির ধান পাকতে শুরু করেছে। তবে ইঁদুরের উপদ্রব বেড়েছে।’

কৃষক আবদুস ছালাম বলেন, ‘এ বছর কীটনাশকসহ অন্যান্য উপকরণ অধিক পরিমাণে লেগেছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি ভালো ফলন পাব।’

আরেক কৃষক শহিদুল্লাহ মিয়া বলেন, ‘সময়মতো বৃষ্টি না হওয়াই সেচের অভাবে ফলন কম হওয়ার আশঙ্কা করছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান বলেন, এ বছর রোগ ও পোকামাকড়ের উপদ্রব বেশি থাকার পরও আবহাওয়া অনুকূলে থাকায় ধানের উৎপাদন বেশি হওয়ার আশা করা হচ্ছে। এ ছাড়া মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে উৎপাদন বৃদ্ধিতে পরামর্শ দিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত