Ajker Patrika

থামল গান ভাঙল সম্পর্ক

থামল গান ভাঙল সম্পর্ক

মার্কিন গায়িকা টেইলর সুইফটের জীবনে প্রেম বারবার এসেছে, ভেঙেও গেছে। সে প্রেমের রোমান্স ও বিরহ নিয়ে নতুন গান লিখেছেন টেইলর। পুরোনো প্রেমের দুঃখ ভুলে আবারও জড়িয়েছেন নতুন সম্পর্কে। তবে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে তাঁর সম্পর্কটি একটু বেশিই স্পেশাল ছিল। ছয় বছর একসঙ্গে তাঁরা উদ্দাম সময় কাটিয়েছেন। একসঙ্গে নতুন গান বেঁধেছেন। সে গান তাঁদের পৌঁছে দিয়েছে গ্র্যামির মঞ্চ পর্যন্ত। তবে এ সম্পর্কটিও শেষ পর্যন্ত টিকল না! বিনোদনবিষয়ক পত্রিকা এন্টারটেইনমেন্ট টুনাইট গতকাল এক খবরে জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদ হয়ে গেছে টেইলর সুইফট ও জো অ্যালউইনের।

খবরটি এমন সময় এল যখন টেইলর সুইফট বেরিয়েছেন প্রায় পাঁচ মাসের কনসার্ট ট্যুরে। গত ১৭ মার্চ অ্যারিজোনা থেকে এ ট্যুর শুরু করেছেন, শেষ করবেন আগামী ৯ আগস্ট ক্যালিফোর্নিয়ায়। দ্য ইরাস ট্যুর নামের এই বিশেষ আয়োজনে ৫০টির বেশি কনসার্টে গাইবেন টেইলর। ইতিমধ্যে যে কয়েকটি কনসার্ট হয়ে গেছে, তার একটিতেও দেখা যায়নি জো অ্যালউইনকে। এ ঘটনা থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন তীব্র হতে শুরু করে।

টেইলর সুইফট ও জো অ্যালউইনসংবাদমাধ্যম পিপল জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ পরিবেশেই সম্পর্কের ইতি ঘটিয়েছেন টেইলর সুইফট ও জো অ্যালউইন। নিজেদের সম্পর্কের বিষয়টি নিয়ে আগেও যেমন তাঁরা রাখঢাক বজায় রেখেছিলেন, একইভাবে বিচ্ছেদের বিষয়েও নীরবতা পালন করছেন।

২০১৬ সাল থেকে ডেট শুরু করেন সুইফট-অ্যালউইন। করোনা মহামারির সময়ে একসঙ্গে গানও বাঁধেন তাঁরা। সুইফটের ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ অ্যালবামের প্রতিটি গানে অ্যালউইনের সহযোগিতা ছিল। উইলিয়াম বোয়ারি ছদ্মনামে কয়েকটি গানও লিখেছেন তিনি। ফোকলোর অ্যালবামের ‘বেট্টি’ এবং এভারমোর অ্যালবামের ‘শ্যাম্পেন প্রবলেমস’, ‘কনি আইল্যান্ড’ ও ‘এভারমোর’ গানের সহগীতিকার হিসেবে সুইফটের পাশে নাম আছে অ্যালউইনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত