মার্কিন গায়িকা টেইলর সুইফটের জীবনে প্রেম বারবার এসেছে, ভেঙেও গেছে। সে প্রেমের রোমান্স ও বিরহ নিয়ে নতুন গান লিখেছেন টেইলর। পুরোনো প্রেমের দুঃখ ভুলে আবারও জড়িয়েছেন নতুন সম্পর্কে। তবে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে তাঁর সম্পর্কটি একটু বেশিই স্পেশাল ছিল। ছয় বছর একসঙ্গে তাঁরা উদ্দাম সময় কাটিয়েছেন। একসঙ্গে নতুন গান বেঁধেছেন। সে গান তাঁদের পৌঁছে দিয়েছে গ্র্যামির মঞ্চ পর্যন্ত। তবে এ সম্পর্কটিও শেষ পর্যন্ত টিকল না! বিনোদনবিষয়ক পত্রিকা এন্টারটেইনমেন্ট টুনাইট গতকাল এক খবরে জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদ হয়ে গেছে টেইলর সুইফট ও জো অ্যালউইনের।
খবরটি এমন সময় এল যখন টেইলর সুইফট বেরিয়েছেন প্রায় পাঁচ মাসের কনসার্ট ট্যুরে। গত ১৭ মার্চ অ্যারিজোনা থেকে এ ট্যুর শুরু করেছেন, শেষ করবেন আগামী ৯ আগস্ট ক্যালিফোর্নিয়ায়। দ্য ইরাস ট্যুর নামের এই বিশেষ আয়োজনে ৫০টির বেশি কনসার্টে গাইবেন টেইলর। ইতিমধ্যে যে কয়েকটি কনসার্ট হয়ে গেছে, তার একটিতেও দেখা যায়নি জো অ্যালউইনকে। এ ঘটনা থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন তীব্র হতে শুরু করে।
সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ পরিবেশেই সম্পর্কের ইতি ঘটিয়েছেন টেইলর সুইফট ও জো অ্যালউইন। নিজেদের সম্পর্কের বিষয়টি নিয়ে আগেও যেমন তাঁরা রাখঢাক বজায় রেখেছিলেন, একইভাবে বিচ্ছেদের বিষয়েও নীরবতা পালন করছেন।
২০১৬ সাল থেকে ডেট শুরু করেন সুইফট-অ্যালউইন। করোনা মহামারির সময়ে একসঙ্গে গানও বাঁধেন তাঁরা। সুইফটের ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ অ্যালবামের প্রতিটি গানে অ্যালউইনের সহযোগিতা ছিল। উইলিয়াম বোয়ারি ছদ্মনামে কয়েকটি গানও লিখেছেন তিনি। ফোকলোর অ্যালবামের ‘বেট্টি’ এবং এভারমোর অ্যালবামের ‘শ্যাম্পেন প্রবলেমস’, ‘কনি আইল্যান্ড’ ও ‘এভারমোর’ গানের সহগীতিকার হিসেবে সুইফটের পাশে নাম আছে অ্যালউইনের।
মার্কিন গায়িকা টেইলর সুইফটের জীবনে প্রেম বারবার এসেছে, ভেঙেও গেছে। সে প্রেমের রোমান্স ও বিরহ নিয়ে নতুন গান লিখেছেন টেইলর। পুরোনো প্রেমের দুঃখ ভুলে আবারও জড়িয়েছেন নতুন সম্পর্কে। তবে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে তাঁর সম্পর্কটি একটু বেশিই স্পেশাল ছিল। ছয় বছর একসঙ্গে তাঁরা উদ্দাম সময় কাটিয়েছেন। একসঙ্গে নতুন গান বেঁধেছেন। সে গান তাঁদের পৌঁছে দিয়েছে গ্র্যামির মঞ্চ পর্যন্ত। তবে এ সম্পর্কটিও শেষ পর্যন্ত টিকল না! বিনোদনবিষয়ক পত্রিকা এন্টারটেইনমেন্ট টুনাইট গতকাল এক খবরে জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদ হয়ে গেছে টেইলর সুইফট ও জো অ্যালউইনের।
খবরটি এমন সময় এল যখন টেইলর সুইফট বেরিয়েছেন প্রায় পাঁচ মাসের কনসার্ট ট্যুরে। গত ১৭ মার্চ অ্যারিজোনা থেকে এ ট্যুর শুরু করেছেন, শেষ করবেন আগামী ৯ আগস্ট ক্যালিফোর্নিয়ায়। দ্য ইরাস ট্যুর নামের এই বিশেষ আয়োজনে ৫০টির বেশি কনসার্টে গাইবেন টেইলর। ইতিমধ্যে যে কয়েকটি কনসার্ট হয়ে গেছে, তার একটিতেও দেখা যায়নি জো অ্যালউইনকে। এ ঘটনা থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন তীব্র হতে শুরু করে।
সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ পরিবেশেই সম্পর্কের ইতি ঘটিয়েছেন টেইলর সুইফট ও জো অ্যালউইন। নিজেদের সম্পর্কের বিষয়টি নিয়ে আগেও যেমন তাঁরা রাখঢাক বজায় রেখেছিলেন, একইভাবে বিচ্ছেদের বিষয়েও নীরবতা পালন করছেন।
২০১৬ সাল থেকে ডেট শুরু করেন সুইফট-অ্যালউইন। করোনা মহামারির সময়ে একসঙ্গে গানও বাঁধেন তাঁরা। সুইফটের ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ অ্যালবামের প্রতিটি গানে অ্যালউইনের সহযোগিতা ছিল। উইলিয়াম বোয়ারি ছদ্মনামে কয়েকটি গানও লিখেছেন তিনি। ফোকলোর অ্যালবামের ‘বেট্টি’ এবং এভারমোর অ্যালবামের ‘শ্যাম্পেন প্রবলেমস’, ‘কনি আইল্যান্ড’ ও ‘এভারমোর’ গানের সহগীতিকার হিসেবে সুইফটের পাশে নাম আছে অ্যালউইনের।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫