Ajker Patrika

৫ মাস পর উৎপাদনে যমুনা সার কারখানা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
৫ মাস পর উৎপাদনে  যমুনা সার কারখানা

গ্যাস-সংকটে পাঁচ মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ী যমুনা সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষা-নিরীক্ষা শেষে সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

জানা গেছে, ১৯৯২ সালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানার উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ টন। গ্যাসের চাপ কমে তা ১ হাজার ৩০০ টনে নেমে আসে। গত জুলাই মাসে গ্যাস-সংকট দেখা দেয়। গ্যাস সরবরাহ না পাওয়ায় ২১ জুলাই যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কারখানার শ্রমিক-কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েন।

পরে সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে কারখানার প্রধান ফটক অবরোধ করে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভসহ প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক-কর্মচারীরা। রেশনিং পদ্ধতিতে হলেও গ্যাস সরবরাহের মাধ্যমে সার কারখানা চালুর জোর দাবি জানান তাঁরা।

যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, গ্যাস-সংকটে যমুনার সার উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহের দাবিতে শ্রমিক-কর্মচারীরা দফায় দফায় নানা কর্মসূচি পালন করেন। দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন মূল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। গতকাল সন্ধ্যায় যমুনার উৎপাদন শুরু হওয়ায় কারখানাসংশ্লিষ্ট সবার মুখে হাসি ফোটে। সার উৎপাদনের ফলে নানা সংকট কেটে গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদুল্লাহ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রশাসনিক সভা নিয়ে ব্যস্ত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...