Ajker Patrika

ছাত্রীকে যৌন হয়রানি শিক্ষককে গণপিটুনি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৬: ১০
ছাত্রীকে যৌন হয়রানি শিক্ষককে গণপিটুনি

নারায়ণগঞ্জের বন্দরে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানির অভিযোগে হাসান শিপলু (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গত শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত শিক্ষক হাসান শিপলু ফরাজিকান্দা লাহোরবাড়ি এলাকার শাহ আলমের ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ঘটনার বিবরণ বন্দর থানার উপপরিদর্শক আবুল বাশার বলেন, শিপলু তার নিজ বাড়িতে কোচিং সেন্টারে ব্যাচ পড়ার সুবাদে ওই ছাত্রীকে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে ক্লাসে আসতে বলেন। ওই ছাত্রী কারণ জানতে চাইলে সামনে পরীক্ষা তাই কিছু গুরুত্বপূর্ণ নোট দেবে বলে জানায়। শিক্ষকের নির্দেশ মতো ওই ছাত্রী সকাল সাড়ে ৭টার কোচিং ক্লাস হলেও ৭টায় পৌঁছায়। তখন শিপলু কুপ্রস্তাব দেন। এতে ওই শিক্ষার্থী রাজি না হওয়ায় জোর করে ধর্ষণ চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে কোচিং সেন্টার থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, এই ঘটনায় শুক্রবার রাতে ছাত্রীর পরিবার শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত