Ajker Patrika

নগরীতে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৫১
নগরীতে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

খুলনায় বীর মুক্তিযোদ্ধা শেখ মো. এনায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিম পালপাড়া পল্লীতীর্থ সরকারি বিদ্যালয়ের সামনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা মুক্তিযোদ্ধার দুই পুত্রবধূকে মারধর ও নির্যাতন করে তারা। মুখোশধারী ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আটটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

দৌলতপুর থানার ওসি মো. নজরুল নজরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৩টার দিকে বীর মুক্তিযোদ্ধা মো. এনায়েত হোসেনের বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। তার দুই ছেলে পুলিশে কর্মরত রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হয়।

মুক্তিযোদ্ধা এনায়েত হোসেনের বড় মেয়ে মার্জিয়া বলেন, আমি ঢাকায় থাকি। বাপের বাড়ি বেড়াতে এসেছি। সেদিন রাত সাড়ে ৩টার দিকে আমাদের টিনশেড বাড়ির উত্তর পাশের দরজা বাহির থেকে ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাত দল। আমার মেজ ভাই সিরাজুল ইসলাম মোবাইলে তখন নেট ব্রাউজ করছিল। ডাকাতরা প্রথমে ওর ফোন নিয়ে মুখ চেপে ধরে হাত পা বেঁধে ফেলে তারা।

ঘরের ভেতর ডাকাত দলের ১২ জন প্রবেশ করে। বাইরে আরও ২-৪ জন ছিল। সবার হাতে ছুরি ও স্ক্রু ড্রাইভার ছিল। একজনের হাতে বটি ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত