Ajker Patrika

ট্রাক্টরচাপায় বাইসাইকেল আরোহী নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৩: ০১
ট্রাক্টরচাপায় বাইসাইকেল আরোহী নিহত

বগুড়ার আদমদীঘিতে মাটিভর্তি ট্রাক্টরচাপায় নুর ইসলাম (২৯) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সান্তাহার পৌর শহরের বাইপাস তিনমাথা মোড়ে হামিম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নুর ইসলাম নওগাঁর বদলগাছী উপজেলার চক আবির গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাইসাইকেল আরোহী নুর ইসলাম উপজেলার সান্তাহার পৌর শহরের মাছের আড়ত থেকে পাতিলে মাছ নিয়ে বদলগাছী ফিরছিলেন। এ সময় সান্তাহার বাইপাস তিনমাথা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক এবং চালকের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত