Ajker Patrika

সাজাপ্রাপ্ত তাঁতী লীগ নেতা হেরোইনসহ ধরা

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৫: ০১
সাজাপ্রাপ্ত তাঁতী লীগ নেতা হেরোইনসহ ধরা

মেহেরপুর জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা ও তাঁর দুই সহযোগীকে হেরোইনসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঝাঁঝা ক্যাম্পের সদস্যরা।

জুয়েল রানা একটি বাড়িতে চুরির মামলায় দুই বছর সাজাপ্রাপ্ত আসামি।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটকের পর রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। আটকের সময় তাঁদের কাছ থেকে ছয় দশমিক ছয় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শহরের বেড়পাড়া এলাকার জুয়েল রানা, শহরের নতুনপাড়া এলাকার লালন শেখ ও বেড়পাড়া এলাকার ইসরাফিল।

ঝাঁঝা বিজিবি ফাঁড়ির নায়েব সুবেদার জামাল হোসেন জানান, বিজিবির একটি টহল দল উপজেলার হরিরামপুর এলাকায় জুয়েল, লালন ও ইসরাফিলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। এ সময় বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। প্রথম দিকে জুয়েল তাঁতী লীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বিজিবির ওপর চড়াও হন। পরে বিজিবি তাঁদের ধাওয়া করে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৬ দশমিক ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দিয়ে তাঁদের পুলিশে হস্তান্তর করা হয়।

আগে ২০২০ সালের ১৩ অক্টোবর মেহেরপুর শহরের ফুলবাগানপাড়ার একটি বাড়িতে চুরির মামলায় জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার দুই বছর সাজা দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

এলাকার খবর
Loading...