শিবালয় (মানিকগঞ্জ) ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ব্যস্ততম রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা-কাজীরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা সাময়িক বন্ধ থাকার পর পুনরায় ফেরিসহ সব নৌযান চলাচল শুরু হয়েছে। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে ৭ কিলোমিটার যানবাহনের লম্বা লাইন তৈরি হয়। দুর্ভোগে পড়েন আটকে থাকা শত শত যানবাহনের যাত্রী এবং চালকেরা। দুই রুটের চার প্রান্তে একই অবস্থায় পড়ে শত শত পণ্যবাহী গাড়ি। কুয়াশায় দিক নির্ণয়ে ব্যর্থ হয়ে পাটুরিয়া রুটের মাঝনদীতে অবরুদ্ধ হয়ে পড়ে কয়েক শ যাত্রী ও ছোট-বড় ৫৫টি যানবাহনবোঝাই চারটি ফেরি।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পাটুরিয়া ও আরিচা নৌরুট কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এ সময় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ প্রথমে আরিচা-কাজীরহাট এবং রাত ১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণ করে। এতে পারের জন্য আসা যানবাহনকে ঘাটে অপেক্ষায় থাকতে হয়। গভীর রাত থেকে সকাল পর্যন্ত অপেক্ষমাণ যানবাহনের সংখ্যা ক্রমেই বেড়ে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের সুপারভাইজার রিপন মাহমুদ বলেন, ‘রাত সোয়া ১২টার দিকে পাটুরিয়া পৌঁছার কিছু সময় পরেই কুয়াশাজনিত কারণে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীরা বিড়ম্বনায় পড়েন। সকাল নয়টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হলেও এ রুটে ফেরির সংখ্যা কম থাকায় দুপুরের দিকে আমরা পারের সুযোগ পাই।’ মাগুরা থেকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করা সিয়াম প্রামাণিকসহ কয়েকজন বলেন, ‘আজ (বুধবার) সকালে চট্টগ্রাম পৌঁছানোর কথা। কিন্তু ফেরি বন্ধের কারণে এখনো ঘাট পাড়ি দিতেই পারলাম না। যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে।’
উথলী ফেরিসংযোগ মোড়ে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিবালয় থানা-পুলিশের এসআই অমিত কুমার জানান, ঘাট এলাকায় যানজট ও দুর্ভোগ কমাতে পথে সাধারণ পণ্যবাহী কিছু যানবাহন অপেক্ষায় রাখতে হচ্ছে। সিরিয়াল মোতাবেক পর্যায়ক্রমে ঘাটের দিকে ছাড়া হচ্ছে। এ ছাড়া ঘাটে যাত্রীদের বাড়তি নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
ব্যস্ততম রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা-কাজীরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা সাময়িক বন্ধ থাকার পর পুনরায় ফেরিসহ সব নৌযান চলাচল শুরু হয়েছে। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে ৭ কিলোমিটার যানবাহনের লম্বা লাইন তৈরি হয়। দুর্ভোগে পড়েন আটকে থাকা শত শত যানবাহনের যাত্রী এবং চালকেরা। দুই রুটের চার প্রান্তে একই অবস্থায় পড়ে শত শত পণ্যবাহী গাড়ি। কুয়াশায় দিক নির্ণয়ে ব্যর্থ হয়ে পাটুরিয়া রুটের মাঝনদীতে অবরুদ্ধ হয়ে পড়ে কয়েক শ যাত্রী ও ছোট-বড় ৫৫টি যানবাহনবোঝাই চারটি ফেরি।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পাটুরিয়া ও আরিচা নৌরুট কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এ সময় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ প্রথমে আরিচা-কাজীরহাট এবং রাত ১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণ করে। এতে পারের জন্য আসা যানবাহনকে ঘাটে অপেক্ষায় থাকতে হয়। গভীর রাত থেকে সকাল পর্যন্ত অপেক্ষমাণ যানবাহনের সংখ্যা ক্রমেই বেড়ে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের সুপারভাইজার রিপন মাহমুদ বলেন, ‘রাত সোয়া ১২টার দিকে পাটুরিয়া পৌঁছার কিছু সময় পরেই কুয়াশাজনিত কারণে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীরা বিড়ম্বনায় পড়েন। সকাল নয়টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হলেও এ রুটে ফেরির সংখ্যা কম থাকায় দুপুরের দিকে আমরা পারের সুযোগ পাই।’ মাগুরা থেকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করা সিয়াম প্রামাণিকসহ কয়েকজন বলেন, ‘আজ (বুধবার) সকালে চট্টগ্রাম পৌঁছানোর কথা। কিন্তু ফেরি বন্ধের কারণে এখনো ঘাট পাড়ি দিতেই পারলাম না। যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে।’
উথলী ফেরিসংযোগ মোড়ে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিবালয় থানা-পুলিশের এসআই অমিত কুমার জানান, ঘাট এলাকায় যানজট ও দুর্ভোগ কমাতে পথে সাধারণ পণ্যবাহী কিছু যানবাহন অপেক্ষায় রাখতে হচ্ছে। সিরিয়াল মোতাবেক পর্যায়ক্রমে ঘাটের দিকে ছাড়া হচ্ছে। এ ছাড়া ঘাটে যাত্রীদের বাড়তি নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪