Ajker Patrika

পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০: ৩১
পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনি (খালেদা জিয়া) আইনের ফাঁদে পড়েছেন। আমরা অপারগ এই একটি মাত্র কারণে। তারপরও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর পরামর্শের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

গতকাল লালবাগের নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডে ছয়টি ইউনিটের সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করুন এটা আমরাও চাই। তিনি হাসপাতালে আছেন, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা এমনও বলেছি প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন।’ বিএনপির নেতাদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ভাবুন, তাঁকে নিয়ে আর রাজনীতি করবেন না। আপনারা তো রাজনীতি করছেন।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির শিখিয়ে দেওয়া বক্তব্য দিচ্ছেন বিএনপিপন্থী চিকিৎসকেরাও। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘শুধুমাত্র তারেক রহমান যেখানে আছে সেখানে চিকিৎসা আছে? পাশের দেশ জার্মানিতে আর ইউএসএতে চিকিৎসা আছে? তাঁদের বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে, ডাক্তার সাহেবরা যে বক্তব্য দিয়েছেন, সেগুলো বিএনপির শেখানো বক্তব্য। ডাক্তার হিসেবে যতটুকু না বক্তব্য, বিএনপি যে বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে শিখিয়ে দিয়েছে, সেই বক্তব্যই ডাক্তার সাহেবরা দিয়েছেন।’

এদিকে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট বিদেশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, বিদেশ যেতে হলে তাঁকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। গতকাল তিনি বলেন, খালেদা জিয়া চাইলে বিদেশ থেকে যেকোনো চিকিৎসক নিয়ে আসতে পারবেন। তাঁর মেডিকেল রিপোর্ট বিদেশ পাঠানো হয়েছে। বিদেশি চিকিৎসকেরা চাইলে এসে চিকিৎসা করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত