Ajker Patrika

আমরা ইউক্রেন যুদ্ধের খেসারত দিচ্ছি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১১: ৩৫
আমরা ইউক্রেন যুদ্ধের খেসারত দিচ্ছি

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ‘আমাদের গ্যাস-সংকট চলছে। গ্যাসের আকাশচুম্বী দাম না হলে দেশে গ্যাস-বিদ্যুতের কোনো অভাব হতো না। ইউক্রেন যুদ্ধের খেসারত দিচ্ছি আমরা। তাই সীমিত আকারে গ্যাস-বিদ্যুৎ ব্যবহারে জোর দিচ্ছি। আমদানি কমিয়ে আনার চেষ্টা চলছে।’

গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ কথা বলেন। এদিন তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সিসি ক্যামেরার সাহায্যে মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, ‘অবৈধ সংযোগের ক্ষেত্রে আমরা এত দিন জরিমানা করেছি। এখন থেকে জরিমানার পাশাপাশি সাজাও দেওয়া হবে। পেট্রোবাংলা ও তিতাসের সঙ্গে থেকে যদি কেউ এই কাজে জড়িত থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় এবং ফৌজদারি মামলা হবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন তিতাসের এমডি হারুনুর রশিদ, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে, বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলল সরকার

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

আজকের রাশিফল: প্রেম এলে না করবেন না, বিনিয়োগটা মুলতবি রাখুন

বাড়িতে আশ্রয় দেওয়ার দুদিন পর নারীকে পিটিয়ে হত্যা করেছে ভবঘুরে

এলাকার খবর
Loading...