Ajker Patrika

সিলিন্ডারে কম গ্যাস থাকার অভিযোগ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৩
Thumbnail image

দিনাজপুরের নবাবগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও ওজনে কম থাকা গ্যাস সিলিন্ডার বাজারজাতের অভিযোগ পাওয়া গেছে। এসব সিলিন্ডারে অগ্নিকাণ্ডের শঙ্কা নিয়ে ব্যবহার হচ্ছে বাসাবাড়িসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। এমন অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও সিলিন্ডার ব্যবহারকারীদের। তবে বাজারজাতকারী প্রতিষ্ঠানের মতে, অনেক সময় সিলিন্ডারের ত্রুটি বা ছিদ্রের কারণে পরিমাণে কম থাকতে পারে বলে জানান তাঁরা।

জানা যায়, গত শনিবার উপজেলা সদরের রামপুর বাজারের হোটেল ব্যবসায়ী মো. ফিরোজুল ইসলাম সিলিন্ডারে গ্যাস কম দেওয়ার অভিযোগ করে স্থানীয় একটি গ্যাস সিলিন্ডার ব্যবসা প্রতিষ্ঠানের গাড়ি আটকে দেন।

ফিরোজুল ইসলাম জানান, একটি কোম্পানির গ্যাস সিলিন্ডার নিয়মিত ব্যবহার করেন, বেশ কয়েকদিন থেকে সময়ের আগেই গ্যাস শেষ হওয়ায় তাঁর সন্দেহ হয়। পরবর্তীকালে গ্যাস সিলিন্ডার নেওয়ার পর পরিমাপ করলে সিলিন্ডারসহ ২৫ কেজির স্থলে ২২ কেজি দেখায়। এতে দীর্ঘদিন যাবত তিনি ক্ষতিগ্রস্ত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম জানান, ‘সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কম পাওয়ার কথা শুনেছি, লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত