Ajker Patrika

ভোটে সহিংসতার শঙ্কা

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৭
ভোটে সহিংসতার শঙ্কা

চট্টগ্রামের সাতকানিয়ার ১৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪৫টি কেন্দ্রে। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচারে। তবে প্রার্থীদের প্রচারে প্রায়ই ঘটছে সংঘর্ষ। এসব সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

স্থানীয় বাসিন্দারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর না হলে সহিংসতার পাশাপাশি প্রাণহানি বাড়বে।

সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সাতকানিয়ার ১৬ ইউপির মধ্যে অতিরিক্ত ঝুঁকিতে রয়েছে ১১টি। এসব ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীদের পাশাপাশি শক্ত অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে সহিংসতার শঙ্কা থাকছে। ঝুঁকিপূর্ণ ইউপিগুলোর মধ্যে রয়েছে চরতি, খাগরিয়া, নলুয়া, কাঞ্চনা, ঢেমশা, কালিয়ইশ, ধর্মপুর, বাজালিয়া, ছদাহা ও সোনাকানিয়া। পাশাপাশি অতিরিক্ত ঝুঁকিতে রয়েছে ১৬ নম্বর সাতকানিয়া ইউপির বেশ কয়েকটি কেন্দ্র।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘ইতিমধ্যে নির্বাচন নিয়ে সংঘর্ষের পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটেছে। যদি নির্বাচনের দিন অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা না হয়, নিঃসন্দেহে সংঘর্ষের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঘটবে। কারণ বেশির ভাগ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে।’

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, ‘যেখানেই সহিংসতা হয়েছে, আমরা তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। ভবিষ্যতেও সব সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। আমরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। নির্বাচনের দিন আমরা অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করব। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় পুলিশের পক্ষ থেকে সব করা হবে।’

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে আমাদের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। সুষ্ঠু নির্বাচন হবে, এই মর্মে প্রস্তুতি গ্রহণ করতে বলেছি। আমরা কমিশনকে সাতকানিয়ায় সহিংসতার কথা জানিয়েছি। আমরা অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করব। সহিংসতামুক্ত একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করব।’

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ ইউপিতে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত