Ajker Patrika

ভালুকায় আটঘাট বেঁধে প্রচারে প্রার্থীরা

ভালুকা প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১২: ৫৮
Thumbnail image

ষষ্ঠ ধাপে ভালুকা উপজেলার ১১ ইউপিতে ৩১ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১২২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।

চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা আটঘাট বেঁধে প্রচারে নেমেছেন।

প্রার্থীরা উঠান বৈঠক, কর্মী সভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দিনরাত একাকার করে। পোস্টার ও প্রচারপত্র বিতরণের পাশাপাশি বাড়ি বাড়ি পান সুপারি নিয়ে ভোট চাচ্ছেন তাঁরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলেছেন গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে।

এদিকে নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থীই স্বাস্থ্যবিধি মানছেন না। প্রচারে প্রচুর লোকের সমাগম ঘটছে। দল বেঁধে মিছিল, কর্মী সভা, উঠান বৈঠকের পাশাপাশি প্রতিদিন মাইকিং ও নির্বাচনী গান বাজনার শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। আচরণবিধি না মানারও অভিযোগ পাওয়া যাচ্ছে।

উপজেলার ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৯৫ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। ভোটারদের মন জয় করতে নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন প্রার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত