সিলেট সংবাদদাতা
সিলেটে প্লাস্টিক বর্জ্যে দূষণ বাড়ছে। সিটি করপোরেশনে প্রতিদিন প্রায় ৫৪ টনের মতো প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার মধ্যে বেশির ভাগই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি স্যাশে, প্লেট, চামচ এবং ব্যক্তিগত ব্যবহারের পণ্য।
গতকাল বুধবার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডোর) ‘দ্য প্লাস্টিক ডেলিউজ: ইন দ্য সিলেট সিটি করপোরেশন এরিয়া, বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এই তথ্যটি উঠে আসে।
এসটিইপিপি (সাসটেইনেবল ট্রান্সিশনস টু অ্যান্ড প্লাস্টিক পলিউশন) প্রজেক্টের অধীনে এসডো এবং ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এই গবেষণা পরিচালনা করেছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় তিনি বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বর্তমানে এই গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ বাস্তবায়নে আমাদের সহায়তা করবে। টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উৎস থেকে বর্জ্য পৃথক্করণ এবং এই ক্ষেত্রে সাধারণ জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।’
সেমিনারে জানানো হয়, সিলেটে উৎপাদিত সব বর্জ্যের মধ্যে ৬৭% হচ্ছে জৈব বর্জ্য, ১৭% প্লাস্টিক বর্জ্য,৩% ই-বর্জ্য,২% মেডিকেল বর্জ্য, এবং ১% অন্যান্য বর্জ্য। পলিমার দিয়ে তৈরি নিরাপত্তা পণ্যের অব্যবস্থাপনাই মূলত সিলেট শহরে প্লাস্টিক দূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং এসডো-এর চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদ তাঁর বক্তব্যে বলেন, সরকারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য, বিশেষ করে পলি ব্যাগের ব্যবহার বন্ধ করতে বিদ্যমান আইনের প্রয়োগ কঠোরভাবে নিশ্চিত করতে হবে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ-এর সিনিয়র রিসার্চ ফেলো এবং রেভল্যুশন প্লাস্টিকস-এর ডেপুটি লিড ক্রেসিডা বাউয়ারের মতে, ‘গবেষণাটি থেকে এটা বোঝা যায় যে সিলেট শহরে উন্মুক্ত স্থানে যথেচ্ছভাবে বর্জ্য, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ফেলা হয়। এই খোলা জায়গায় ময়লা ফেলার প্রচলনের কারণেই স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ দূষণজনিত বিভিন্ন সমস্যা বেড়ে চলেছে।
এসডিওর প্রোগ্রাম অ্যাসোসিয়েটস সামিনা খন্দকারের সঞ্চালনায় সেমিনারের থিম প্রেজেন্টেশন দেন এসডিওর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হৃদিতা ফেরদৌস। সূচনা বক্তব্য দেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
আলোচনায় অংশ নেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, শাবির অধ্যাপক ড. জহির বিন আলম, ড. শামীম আরা বেগম, সিদ্দিকা সুলতানা প্রমুখ। সেমিনারে আরও অংশ নেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীসহ বিশিষ্টজনেরা।
সিলেটে প্লাস্টিক বর্জ্যে দূষণ বাড়ছে। সিটি করপোরেশনে প্রতিদিন প্রায় ৫৪ টনের মতো প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার মধ্যে বেশির ভাগই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি স্যাশে, প্লেট, চামচ এবং ব্যক্তিগত ব্যবহারের পণ্য।
গতকাল বুধবার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডোর) ‘দ্য প্লাস্টিক ডেলিউজ: ইন দ্য সিলেট সিটি করপোরেশন এরিয়া, বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এই তথ্যটি উঠে আসে।
এসটিইপিপি (সাসটেইনেবল ট্রান্সিশনস টু অ্যান্ড প্লাস্টিক পলিউশন) প্রজেক্টের অধীনে এসডো এবং ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এই গবেষণা পরিচালনা করেছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় তিনি বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বর্তমানে এই গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ বাস্তবায়নে আমাদের সহায়তা করবে। টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উৎস থেকে বর্জ্য পৃথক্করণ এবং এই ক্ষেত্রে সাধারণ জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।’
সেমিনারে জানানো হয়, সিলেটে উৎপাদিত সব বর্জ্যের মধ্যে ৬৭% হচ্ছে জৈব বর্জ্য, ১৭% প্লাস্টিক বর্জ্য,৩% ই-বর্জ্য,২% মেডিকেল বর্জ্য, এবং ১% অন্যান্য বর্জ্য। পলিমার দিয়ে তৈরি নিরাপত্তা পণ্যের অব্যবস্থাপনাই মূলত সিলেট শহরে প্লাস্টিক দূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং এসডো-এর চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদ তাঁর বক্তব্যে বলেন, সরকারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য, বিশেষ করে পলি ব্যাগের ব্যবহার বন্ধ করতে বিদ্যমান আইনের প্রয়োগ কঠোরভাবে নিশ্চিত করতে হবে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ-এর সিনিয়র রিসার্চ ফেলো এবং রেভল্যুশন প্লাস্টিকস-এর ডেপুটি লিড ক্রেসিডা বাউয়ারের মতে, ‘গবেষণাটি থেকে এটা বোঝা যায় যে সিলেট শহরে উন্মুক্ত স্থানে যথেচ্ছভাবে বর্জ্য, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ফেলা হয়। এই খোলা জায়গায় ময়লা ফেলার প্রচলনের কারণেই স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ দূষণজনিত বিভিন্ন সমস্যা বেড়ে চলেছে।
এসডিওর প্রোগ্রাম অ্যাসোসিয়েটস সামিনা খন্দকারের সঞ্চালনায় সেমিনারের থিম প্রেজেন্টেশন দেন এসডিওর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হৃদিতা ফেরদৌস। সূচনা বক্তব্য দেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
আলোচনায় অংশ নেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, শাবির অধ্যাপক ড. জহির বিন আলম, ড. শামীম আরা বেগম, সিদ্দিকা সুলতানা প্রমুখ। সেমিনারে আরও অংশ নেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীসহ বিশিষ্টজনেরা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৯ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪