Ajker Patrika

বেড়া পৌরসভায় নির্বাচন আজ

বেড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ০০
বেড়া পৌরসভায় নির্বাচন আজ

পাবনার বেড়া পৌরসভার নির্বাচন আজ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। এ উপলক্ষে গতকাল সকালে বেড়া সরকারি কলেজ মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের যৌথ উদ্যোগে এক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলীর সভাপতিত্বে প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা পুলিশ সুপার মহিবুল আলম খান। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা নির্বাচনী কর্মকর্তা তৌফিকুর রহমান, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার প্রমুখ।

মহিবুল আলম খান বলেন, বেড়া পৌর নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটের সঙ্গে অতিরিক্ত চার প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তাঁরা ভোটের সব কার্যক্রমকে সহায়তা করে একটি অবাধ ভয়হীন নির্বাচন অনুষ্ঠানের জন্য সব পর্যায়ে পেশাদারিত্বের স্বাক্ষর রাখবেন। তিনি একটি বিতর্কমুক্ত নির্বাচন করতে ভোটার ও প্রার্থী সমর্থকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, বেড়া পৌর নির্বাচন সুষ্ঠু করতে ভোটার ও ভোট গ্রহণকারীদের সব পর্যায়ে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রথম শ্রেণির বেড়া পৌরসভার ৪২ হাজার ৮১৮ ভোটার একজন মেয়র ১০ জন কাউন্সিলর ও ৩ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত