নিষিদ্ধ পলিথিন বন্ধে ব্যবস্থা নেই

মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১২: ০৭
Thumbnail image

যশোরের ঝিকরগাছায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বাড়ছেই। বিভিন্ন বাজারে দেদারসে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ। আইন প্রয়োগকারী সংস্থার তদারকি না থাকায় এসব ব্যাগ বিক্রি ও ব্যবহার দুটোই বেড়ে গেছে। এুভাবে পচনশীল পলিথিন ব্যাগের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত।

২০০৪ সালে পরিবেশ রক্ষায় নিষিদ্ধ করা হয় যাবতীয় পলিথিন ব্যাগের ব্যবহার। ওই সময় পরিবেশ অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সব ধরনের পলিথিন ব্যাগের উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়। বেশ কয়েক বছর এ নিয়ম কার্যকর থাকলেও বর্তমানে নিষিদ্ধ পলিথিন ব্যাগের যথেচ্ছ বিক্রি ও ব্যবহার হচ্ছে হাট-বাজার থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের ছোট ছোট দোকানে।

ঝিকরগাছা পানপট্টির মুদি দোকানি ইয়াসিন আলী বলেন, ‘জিনিসপত্র নিতে কেউ প্যাকেট আনেন না, তাই পলিথিন ব্যাগে দেওয়া লাগে। এতে তো আমাদের খরচ হয়।’

তরকারি বাজারের একতা ভান্ডারের পেঁয়াজ, রসুন, আলু বিক্রেতা ময়না বিশ্বাস বলেন, ‘খরিদ্দারকে সব পদের মালামাল আলাদা করে পলিথিন ব্যাগে দিতে হয়। প্রতিদিন পলিথিনই কেনা লাগে ২০০ টাকার।’

শুধু ঝিকরগাছা উপজেলা সদরে নয়, উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার হচ্ছে ইচ্ছেমতো। এ ব্যাপারে কথা হয় উপজেলার বল্লা বাজারের মালি স্টোরের মালিক শরিফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘পলিথিন ব্যাগ বাজার থেকে উঠিয়ে দেওয়ার সময় বলা হয়েছিল, পাটের ব্যাগ চালুর কথা, যা দামে সস্তা হবে বলা হলেও তা আজও পাওয়া যায়নি।’

মো. হারুন-অর রশীদ নামে একজন বিজ্ঞানের শিক্ষক বলেন, ‘পরিবেশ বিজ্ঞানীদের মতে, এক টুকরা পলিথিন বিনষ্ট হতে সময় লাগে ৪০০ বছর। তাহলে আমরা নিশ্চিত পরিবেশ বিপর্যয়ের দিকে এগোচ্ছি, তা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং এখনই এই পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করা দরকার।’

মো. হারুন-অর রশীদ আরও বলেন, ‘পলিথিন ব্যাগ নিষিদ্ধ আইনকে আরও বেশি ব্যবহার করতে হবে। পলিথিন ব্যাগ ব্যবহার কমেনি বরং বেড়েছে।’

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বলেন, ‘পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ রোধে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই ঝিকরগাছার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত