Ajker Patrika

২৫ জানুয়ারির পর শনাক্ত ৫০ শতাংশের নিচে

মুলাদী ও আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৫
২৫ জানুয়ারির পর শনাক্ত  ৫০ শতাংশের নিচে

মুলাদীতে গত সোমবার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জনের নমুনা পরীক্ষায় এ রোগী শনাক্ত হয়। নমুনা পরীক্ষা বিপরীতে শনাক্তের হার ৪৭ শতাংশ। জানা যায় ২৫ জানুয়ারির পর আবার মুলাদীতে করোনা সংক্রমণ ৫০ শতাংশের নিচে নামল। অপর দিকে আগৈলঝাড়ায় গত দুই দিনে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

মুলাদীর উপজেলা স্যানিটারি পরিদর্শক জাহানারা বেগম বলেন, গত সোমবার পরীক্ষা কম হয়েছে। শনাক্তের সংখ্যাও কিছুটা কমেছে। ২৫ জানুয়ারির পর করোনা শনাক্তের হার ৫০ শতাংশের নিচে নামল। আক্রান্তদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ।

এদিকে বরিশালের আগৈলঝাড়ায় দুদিনে ৪৪ জনের নমুনা সংগ্রহ করা হলে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এঁদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন এবং বাকি ১৫ জন হোম আইসোলেশনে আছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, গত রোববার ও সোমবার ৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতাল ল্যাবে র‍্যাপিড টেস্টের মাধ্যমে ৪০ জনের মধ্যে ১৭ জন এবং জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪ জনের মধ্যে ১ জনসহ ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, করোনাভাইরাসে আক্রান্ত ১৮ জনের মধ্যে ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...