Ajker Patrika

কেরানীগঞ্জে হেলে পড়েছে দুটি ভবন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১১: ২৫
কেরানীগঞ্জে হেলে  পড়েছে দুটি ভবন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢাকার কেরানীগঞ্জে হেলে পড়েছে দুটি আবাসিক ভবন।

গত সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার শহিদুল ইসলামের পাঁচতলা ও জালাল উদ্দিনের চারতলা ভবন হেলে পড়ে। ভবন হেলে পড়ার খবরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হলে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ভবন দুটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল ইসলাম ও উপজেলা সহকারী প্রকৌশলী ‍আসিফ উল্লাহ।

স্থানীয় শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে হেলে পড়া ভবন দুটির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, সোমবার রাতে ভবন হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে ভবন দুটি হেলে পড়ার কারণ জানা যাবে। তখন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত