Ajker Patrika

১২টি কেন্দ্রে ইভিএমে ভোট

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১২: ২০
১২টি কেন্দ্রে ইভিএমে ভোট

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ভোটে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা।

নির্বাচনে জয়ের ব্যাপারে চারজনই আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল মঙ্গলবার ওই ইউনিয়ন ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তৌহিদুল ইসলাম মণ্ডল, স্বতন্ত্র আনারস প্রতীকের ইমরুল কবির চৌধুরী চপল, জামায়াত সমর্থিত ঘোড়া প্রতীকের ইউপি সদস্য আমিনুল ইসলাম ও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলমগীর মণ্ডল। এছাড়া চেয়ারম্যান পদে হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বিন্দ্বীতা করছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আমিনুল ইসলাম।

নৌকা প্রতীকের প্রার্থী তৌহিদুল ইসলাম মণ্ডল জানান, ‘গেল নির্বাচনে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। পাঁচ বছর এলাকার রাস্তা-ঘাট, মসজিদ মন্দির, শ্মশানঘাট নির্মাণ-উন্নয়নসহ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একটি অ্যাম্বুলেন্স দিয়েছি। তাই জনগণ আমার পাশে আছে, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের ইমরুল কবির চৌধূরী চপল জানান, ‘নিজের সম্ভাব্য সবটুকু দিয়ে সর্বদা জনগণের পাশে ছিলাম। এর ফলশ্রুতিতে এবারের নির্বাচনে জনগণের ভোটে নিরঙ্কুশ বিজয়ী হব ইনশাআল্লাহ।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর আলম জানান, মহদীপুর ইউনিয়নে ২৮ নভেম্বর ইভিএম পদ্ধতিতে ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৬৮৩২ জন। এর মধ্যে ১৩১৫৪ জন পুরুষ ও ১৩৬৭৮ জন নারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত