Ajker Patrika

তরুণীর পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৩
তরুণীর পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

নেত্রকোনার মদনে এক স্কুলছাত্রী (১৪) ও এক তরুণীকে (২৬) ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে মদন থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ, ভুক্তভোগী দুই পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সন্তানের জনক সুমন মিয়া গত ১৭ অক্টোবর উপজেলার এক তরুণীকে (২৬) বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাকে ৩ দিন আটকে রেখে ধর্ষণ করে। ২১ অক্টোবর বাড়ি পাঠিয়ে দেন। ওই রাতেই শ্রীধরপুর এলাকা থেকে এক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় সুমন। পরে ২৫ অক্টোবর ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ২২ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তরুণী গত ২৬ অক্টোবর সুমন মিয়ার বিরুদ্ধে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, মঙ্গলবার সকালে সুমন মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে, বিএনপির হুঁশিয়ারি

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত

‘বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ কর্মীরা নিরাপদে থাকবে’

সোনার দাম আরও কমে দুই লাখের ঘরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ