Ajker Patrika

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লামা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৮
Thumbnail image

বান্দরবানের লামায় প্রতিবন্ধী আদিবাসী কিশোরী ধর্ষণের আসামি আলতাস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে লামা পৌরসভার লাইনঝিরি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আলতাস উদ্দিনকে জেলহাজতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুধন চন্দ্র দাশ জানান, গত বুধবার ভুক্তভোগী ওই কিশোরীর মা সংসারের কাজে পার্শ্ববর্তী চকরিয়া যায়। তখন ওই কিশোরী বাড়িতে একা ছিল। ঘরে একা পেয়ে আলতাজ উদ্দিন (৩০) তাঁকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলতাসকে আসামি করে মামলা করেন। মামলার পর থেকে আলতাজকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন ভাবে অভিযান অব্যাহত থাকে।

শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লামা পৌরসভার লাইনঝিরি এলাকা থেকে আলতাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এসআই শিরিন আক্তার বলেন, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি আলতাজ উদ্দিনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত