Ajker Patrika

৫ জেলায় চেয়ারম্যান পদে জয়ী সবাই আওয়ামী লীগের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৬: ০১
৫ জেলায় চেয়ারম্যান পদে জয়ী সবাই আওয়ামী লীগের

ঢাকাসহ আশপাশের পাঁচ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে মানিকগঞ্জ ও গাজীপুরে গতকাল সোমবার ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে আগেই বিনা ভোটে চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।প্রতিনিধিদের পাঠানো খবর:

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৭ ভোট বেশি পেয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

নির্বাচনে ৮৮৯ ভোটের মধ্যে আনারস প্রতীকে মহীউদ্দীন পেয়েছেন ৪৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম বজলুল হক রিপন চশমা প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট।

এবার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, সাধারণ সদস্য পদে ১৯ এবং সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গাজীপুর: গাজীপুরে ৩৩০ ভোট পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহার হোসেন মোল্লা। তাঁর প্রতীক ছিল মোটরসাইকেল। মোতাহার মোল্লার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম মোকসেদ আলম আনারস প্রতীকে পেয়েছেন ২৯৪টি ভোট।

গতকাল বিকেলে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান। 
ঢাকা: ঢাকা জেলা পরিষদ নির্বাচনে বিনা ভোটে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এর আগে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দোহার উপজেলা থেকে মাহবুবুর রহমান ও আলমগীর হোসেন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র কেনেন। তবে পরে আলমগীর হোসেন নিজেকে প্রত্যাহার করে নিলে মাহবুবুর রহমানের জয় নিশ্চিত হয়ে যায়।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনা ভোটেই চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বাবু চন্দন শীল। একইভাবে জেলা পরিষদের ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদে বিনা ভোটে জয় পান আলাউদ্দিন ও আনসার আলী।

ভোটের আগেই জেলা পরিষদ চেয়ারম্যান ও দুই সদস্য বিনা ভোটে জয়ী হলেও বাকি ৩টি সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্য ২টি পদে ভোট হয়েছে।

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের ৬টি উপজেলায় ইভিএমে ভোট হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাচনে ৫টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন প্রার্থী ও সংরক্ষিত সদস্য পদে ২টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন প্রার্থী। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ফলাফল ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত